হোম > সারা দেশ > খুলনা

২১ মাস পর ইবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া পরীক্ষামূলকভাবে চালু

ইবি প্রতিনিধি 

ক্যাফেটেরিয়া পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। ছবি: আজকের পত্রিকা

দীর্ঘ ২১ মাস বন্ধ থাকার পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। আগামী ৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হবে।

আজ সোমবার (৯ ডিসেম্বর) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

এ সময় তিনি পরীক্ষামূলকভাবে ক্যাফেটেরিয়ার কার্যক্রম উদ্বোধন করেন এবং খাবারের মান, স্বাস্থ্যবিধি, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশ দেন।

ভাইস চ্যান্সেলর বলেন, ‘খাবার সব সময় ঢেকে রাখতে হবে এবং কর্মীদের নির্ধারিত ইউনিফর্ম ও হ্যান্ড গ্লাভস পরে কাজ করতে হবে। এ ছাড়া, ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। ক্যাফেটেরিয়ারে বসে কেউ যেন ধূমপান না করে। আমরা এই ক্যাম্পাসকে ধূমপানমুক্ত করব।’

এ সময় উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলাম, ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম এবং ছাত্র প্রতিনিধিরা।

উল্লেখ্য, আগের যারা ক্যাফেটেরিয়ার দায়িত্বে ছিলেন তাঁরা বিশ্ববিদ্যালয় থেকে বেঁধে দেওয়া দামে খাবার বিক্রি করতে গিয়ে লোকসানে পড়েছিলেন বলে জানা গেছে। এসবের জন্য এতদিন ক্যাফেটেরিয়া চালু সম্ভব হয়নি। এখন নতুন ব্যক্তিকে এর দায়িত্ব দেওয়া হয়েছে।

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

৫ আগস্ট নিহত আ.লীগ নেতা হিরণসহ ২ জনের লাশ কবর থেকে উত্তোলন

কুয়েটে ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, কমেছে ভর্তি ফি

আমরা কখনো চাঁদাবাজি করিনি, ভবিষ্যতেও করব না: ডা. শফিকুর রহমান

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে পাঁচ তরুণের ১৬৫ কিলোমিটার হাঁটা অভিযান

সেকশন