হোম > সারা দেশ > খুলনা

ভাঙচুরের মামলায় যশোর জেলা আ.লীগের সহসভাপতি কারাগারে

­যশোর প্রতিনিধি

ভাঙচুরের মামলায় যশোর জেলা আ. লীগের সহসভাপতি কারাগারে। ছবি: আজকের পত্রিকা

যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল খালেককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বুধবার কোতোয়ালি থানা–পুলিশ তাকে আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গতকাল মঙ্গলবার শহরের এম এম আলী রোডের নিজ বাড়ির সামনে থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর–অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

যশোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট যশোরে বিএনপির কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় কার্যালয়ের বিভিন্ন মালামাল লুট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে ৭ সেপ্টেম্বর আওয়ামী লীগের ৬৩ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন বিএনপির নেতা অ্যাড. এম এ গফুর।

কোতোয়ালি থানার উপপরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা তারেক মোহাম্মদ নাহিয়ান বলেন, ‘যশোর জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলার আসামি হিসেবে আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন।’

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

সেকশন