মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে সদ্য ঘোষিত ছাত্রলীগের পাঁচ সদস্যের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে উপজেলার ছাত্রলীগের ১৭টি ইউনিট। একই সঙ্গে নবগঠিত কমিটি কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের ইশারায় হয়েছে দাবি করে তাঁকেও নিজ উপজেলা মনিরামপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আজ শনিবার বিকেলে যশোর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে পদ বঞ্চিতরা এ ঘোষণা দেন।
নবগঠিত কমিটিকে ‘শিশু কমিটি’ আখ্যা দিয়ে মনিরামপুর পৌর, কলেজ ও উপজেলার ১৫টি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের একযোগে পদত্যাগ করেছেন। এ পদত্যাগপত্রে ১৯ জনের সাক্ষর করেছেন।
জানা যায়, দীর্ঘদিন আহ্বায়ক কমিটি নিয়ে চলা মনিরামপুর উপজেলা ছাত্রলীগের কমিটিকে মেয়াদ উত্তীর্ণ বলে বিলুপ্ত ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ। গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দীন কবির পিয়াশ ও তানজীব নওশাদ পল্লব স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে পুরোনো কমিটি ভেঙে এক বছরের জন্য ৫ সদস্যর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সেখানে মাহমুদুল হাসান রকিকে সভাপতি, মাহাবুবুর রহমানকে সহসভাপতি, রমেশ দেবনাথকে সাধারণ সম্পাদক, এস এম বাপ্পী হুসাইনকে যুগ্ম সম্পাদক ও সাইফুর রহমান অভিকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
ছাত্রলীগ থেকে পদত্যাগ করা ছাত্র নেতাদের দাবি, ‘নতুন কমিটির কেউ উচ্চ শিক্ষিত নয়। সভাপতি রকি এইচএসসি পাস ও বিবাহিত, সম্পাদক রমেশের ছাত্রত্বের প্রমাণ পাওয়া যায় না। আর সাংগঠনিক সম্পাদক অভি সদ্য এসএসসি পাস।’
হাদিউজ্জামান ফয়সাল আজকের পত্রিকাকে বলেন, ‘গত ২৮ এপ্রিল মনিরামপুরে ছাত্রলীগের কর্মী সভা হয়। সেখানে সবার মতামত নিয়ে জেলা ছাত্রলীগ নতুন কমিটি দেবে বলে আমরা আশা করেছিলাম। কিন্তু সেটা না করে পরের দিন জেলা ছাত্রলীগের প্যাডে নতুন কমিটির একটি তালিকা ফেসবুকে দেওয়া হয়।’
ক্ষুব্ধ এ ছাত্রলীগ নেতা বলেন, ‘নতুন কমিটির কেউ ছাত্রলীগের সঙ্গে পূর্বে থেকে জড়িত নন। কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য টাকার বিনিময়ে পকেট কমিটি করেছেন। যা আমরা মেনে নিতে পারছি না। আমরা লেখক ভট্টাচার্য ও নতুন ‘শিশু কমিটি’কে অবাঞ্ছিত ঘোষণা করে পদত্যাগ করেছি।’
ফয়সাল আরও বলেন, ‘আমাদের ১৭টি ইউনিয়নের মধ্যে চালুয়াহাটি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি নেই। অন্য কাজে ব্যস্ত থাকায় হরিহরনগর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি সাংবাদিক সম্মেলনে হাজির হতে পারেননি। বাকি ইউনিয়ন, পৌরসভা ও কলেজ শাখার আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক পদের ১৯ জন আজ পদত্যাগ করেছি। ধারাবাহিকভাবে বাকিরা পদত্যাগ করবেন।’
অন্যদিকে দায়িত্বপ্রাপ্ত হয়ে শনিবার মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি।