হোম > সারা দেশ > বাগেরহাট

ফকিরহাটে অস্ত্রসহ ১৩ ককটেল উদ্ধার

ফকিরহাট ও বাগেরহাট প্রতিনিধি 

বাগেরহাটের ফকিরহাটে চারটি দেশি–বিদেশি আগ্নেয়াস্ত্র ও ১৩টি ককটেল জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)। আজ রোববার দুপুরে ককটেলগুলো বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে বিস্ফোরণ করে ধ্বংস করা হয়। 

এর আগে, গতকাল শনিবার গভীর রাতে খুলনা-বাগেরহাট মহাসড়ক সংলগ্ন ফকিরহাটের নওয়াপাড়ার এক মাঠে পরিত্যক্ত অবস্থায় এসব জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি র‍্যাব। দুষ্কৃতকারীদের শনাক্ত করতে সিসি ক্যামেরার ফুটেজ দেখা হবে বলে জানিয়েছেন র‍্যাব-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. ফিরোজ কবির। 

মো. ফিরোজ কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল শনিবার গভীর রাতে পানবাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি দেশি–বিদেশি আগ্নেয়াস্ত্র, ১৩টি ককটেল ও গোলাবারুদ জব্দ করা হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এসব ফেলে রেখে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। তাই কাউকে আটক করা যায়নি। দুষ্কৃতকারীরা নাশকতা করতে এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের মজুত করেছিল বলে দাবি করেন এই র‍্যাব কর্মকর্তা। 

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া বিস্ফোরক ককটেলগুলো শক্তিশালী, এই ককটেলগুলো ব্যবহার হলে জানমালের ব্যাপক ক্ষতি হওয়ার শঙ্কা ছিল। তাই ককটেলগুলো বিশেষজ্ঞ দল দিয়ে ধ্বংস করা হয়েছে। যারা নাশকতা করতে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ মজুত করেছিল তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

ধারণা করা হচ্ছে, আসন্ন নির্বাচনে নাশকতা করতে দুষ্কৃতকারীরা এই অবৈধ অস্ত্র ও গোলাবারুদ মজুত করেছিল। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে র‍্যাবের অবৈধ অস্ত্র উদ্ধারসহ নিয়মিত টহল চলমান থাকবে বলে জানান এই কর্মকর্তা।

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার