Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

মোল্লাহাটে মোটরসাইকেল-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

মোল্লাহাটে মোটরসাইকেল-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বাগেরহাটের মোল্লাহাটে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তুষার মল্লিক (৪২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ছাড়া মৃতের স্ত্রী ও শিশু পুত্র আহত হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার দেড় বোয়ালিয়া খুলনা-মাওয়া মহাসড়কের সাগর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- তুষার মল্লিকের স্ত্রী সবিতা মল্লিক (৩৬) ও তাদের শিশু পুত্র কুষাণ মল্লিক (৭)। তাঁদের বাড়ি মোল্লাহাট উপজেলার চাঁদেরহাট গ্রামে। 

আহতদের প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তুষার মল্লিককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। 

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান জানান, দেড় বোয়ালিয়া মন্দিরে পদাবলী কীর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে যাত্রা করেন তাঁরা। মন্দিরের পদাবলী কীর্তন অনুষ্ঠানে পৌঁছানোর আগেই বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশুপুত্রসহ ওই দম্পতি গুরুতর আহত হয়।

এ সময় আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তুষার মল্লিককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে নেওয়ার পর তিনি মারা যান। এই ঘটনায় মাইক্রোবাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

মসজিদে জুতা হারানো নিয়ে মুসল্লিদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

শার্শায় সরকারি চাল লুট: পদ হারিয়ে সংবাদ সম্মেলনে কাঁদলেন বিএনপি নেতা

২৬ বছরপূর্তির অনুষ্ঠানে বক্তারা: ‘উদীচী হত্যাকাণ্ডের বিচার করতে না পারা রাষ্ট্রের দুর্বলতা’

গভীর রাতে অভিযান, হরিণের মাংসসহ আটক ২

মনিরামপুরে তেলের ডিপোতে অগ্নিকাণ্ড, ব্যবস্থাপক দগ্ধ

৫ দফা দাবিতে খুলনার চার মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মিছিল

আবরার ফাহাদ আগ্রাসনবিরোধী লড়াইয়ের জার্নি, যার অর্জন জুলাই অভ্যুত্থান: আসিফ মাহমুদ

রেললাইনের পাশে মিলল অজ্ঞাত যুবকের লাশ

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১৩ জেলে উদ্ধার

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু