Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

বিরোধীদের ওপর আজ কোনো অত্যাচার-জুলুম নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মেহেরপুর প্রতিনিধি

বিরোধীদের ওপর আজ কোনো অত্যাচার-জুলুম নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘আওয়ামী লীগ কখনই প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। বিরোধী দলের ওপর আজ কোনো অত্যাচার নেই, জুলুম নেই। কারও প্রতি কোনো রকম অসৌজন্যমূলক আচরণও করে না আওয়ামী লীগ। সবাই যাতে শান্তিতে বসবাস করতে পারেন, সেই লক্ষ্যে কাজ করছে সরকার।’ 

আজ শনিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার সিএমসি মাধ্যমিক স্কুলের নতুন একাডেমি ভবনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। 

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত সরকারের আমলে দেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছিল। সার ও তেলের জন্য লাইনে দাঁড়াতে হতো। এক বিঘা জমি থেকে সাত মণ ধান পাওয়া যেত না। শুধু তা-ই নয়, আওয়ামী লীগের ওপর জুলুম-নির্যাতন এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল তারা। সেই মামলায় লুৎফর রহমান বাবর আজ জেলে, তারেক জিয়া সাজাপ্রাপ্ত, মুফতি হান্নানের ফাঁসি হয়েছে। ফাঁসির আগে সব ষড়যন্ত্রের কথা স্বীকার করে গেছে মুফতি হান্নান।’

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আরও বলেন, ‘আজ বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে আবারও ঘুরে দাঁড়িয়েছে। মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে দেশ, যার স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। আগামী নির্বাচনে এখন জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে থাকবেন, না বিপক্ষে অবস্থান নেবেন।’ 

স্কুল পরিচালনা কমিটির সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার রাফিউল আলম, জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দীন আহম্মেদ চুন্নু।

২৬ বছরেও বিচার মেলেনি

ইবিতে বঙ্গবন্ধুর নাম পাল্টে স্বাধীনতাবিরোধী শাহ আজিজুর রহমানের নামে হল, তীব্র সমালোচনা

কুয়েটের দুই প্রকৌশলীকে হুমকি: বিএনপি নেতা সোহাগকে সাময়িক অব্যাহতি, তদন্ত কমিটি

ঝিনাইদহে ইফতারে বেঁচে যাওয়া কমলা খাওয়ায় মাদ্রাসাছাত্রকে হাত-পা বেঁধে পেটালেন শিক্ষক

গোয়ালের তালা ভেঙে বিধবা নারীর ৬ গরু চুরি

এক দিনে শেষ হবে লালন স্মরণোৎসব, থাকছে না মেলা

ইবিতে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন

কুষ্টিয়া সীমান্তে অনুপ্রবেশে আটক ২ ভারতীয়কে ফেরত দিল বিজিবি

ইবিতে নিয়োগ নিয়ে হট্টগোলের পর পদত্যাগ করলেন পরিবহন প্রশাসক

প্রথম নারী এসপি পেল যশোর