হোম > সারা দেশ > সাতক্ষীরা

নাশকতার মামলায় সাতক্ষীরা পৌর মেয়র কারাগারে

সাতক্ষীরা প্রতিনিধি

নাশকতার মামলায় সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ মঙ্গলবার তিনি সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক হুমায়ুন কবির জামিন না মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওকালত হোসেন জামিন না মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন। 

গত ২৪ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালসহ ১০ দফা দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ করে বাংলাদেশ জামায়াত ইসলামি। সে সময় নাশকতা সৃষ্টির অভিযোগে ১৬ জন নেতা কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় সদর থানা পুলিশের উপপরিদর্শক দেলোয়ার হোসেন বাদী হয়ে পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সদস্যসচিব তাজকিন আহমেদ চিশতী, জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রউফসহ অজ্ঞাত দু’শতাধিক ব্যক্তিকে আসামি করে সদর থানায় একটি মামলা করেন। মামলা নম্বর জি আর ৯৬২ / ২২। 

ওই মামলায় তাজকিন আহমেদ চিশতী সম্প্রতি হাইকোর্টে জামিনের আবেদন করলে আদালত তাঁকে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া দেন। সে অনুযায়ী আজ সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে আদালত তাঁর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান।

তাজকিন আহমেদ চিশতীর আইনজীবী সৈয়দ ইফতেখার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘২৪ ডিসেম্বরের ঘটনায় তাকে আসামি করা হয়েছে। অথচ তাজকিন আহমেদ চিশতী নিজের এবং মায়ের চিকিৎসার জন্য গত ২২ ডিসেম্বর ভারতে যান। ফিরে আসেন ২৬ ডিসেম্বর। তারপরও তাঁকে ওই মামলা আসামি করা হয়েছে। পাসপোর্টের ফটোকপিসহ ভারতে যাওয়ার এবং অবস্থানের প্রমাণ কোর্টে উপস্থাপন করা হলেও তাঁর জামিন মঞ্জুর হয়নি বলে জানান এ আইনজীবী।’  

 

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার