Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

খোকসায় চার ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

খোকসায় চার ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

কুষ্টিয়া খোকসায় দিবাগত রাত ২টার দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়া ছোট ভাইকে দেখতে গিয়ে চার ঘণ্টার ব্যবধানে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জানিপুর পুরাতন বাজার এলাকায় দুই ভাইয়ের মৃত্যুর এই হৃদয় বিদারক ঘটনা ঘটেছে।

নিহত দুই ভাইয়ের বোনের ছেলে লালু শাহ জানান, রাত দেড়টার দিকে ছোট মামা সাল্লেক শাহ (৬৫) বাড়িতে অসুস্থতা বোধ করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এ খবর শুনে আজ ভোরে মৃত ছোট ভাইকে দেখতে যান বড় ভাই মালেক শাহ (৭০)। সেখানে তিনি অসুস্থ হয়ে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। কিন্তু সকাল ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত বলে ঘোষণা করেন।

জানা যায়, নিহত দুই ভাইয়ের বাবার নাম মৃত করিম শাহ। 

নিহত মালেকের স্ত্রী আকলিমা জানান, রাতে ছোট ভাইয়ের মৃত্যুর খবর মালেককে জানানো হয়নি। ভোরে ঘুম ভাঙার পর খবর শুনে প্রতিবেশীর বাড়িতে রাখা ছোট ভাইয়ের মৃতদেহ দেখতে ছুটে যান। সেখানে অসুস্থবোধ করলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান। 

২৬ বছরেও বিচার মেলেনি

ইবিতে বঙ্গবন্ধুর নাম পাল্টে স্বাধীনতাবিরোধী শাহ আজিজুর রহমানের নামে হল, তীব্র সমালোচনা

কুয়েটের দুই প্রকৌশলীকে হুমকি: বিএনপি নেতা সোহাগকে সাময়িক অব্যাহতি, তদন্ত কমিটি

ঝিনাইদহে ইফতারে বেঁচে যাওয়া কমলা খাওয়ায় মাদ্রাসাছাত্রকে হাত-পা বেঁধে পেটালেন শিক্ষক

গোয়ালের তালা ভেঙে বিধবা নারীর ৬ গরু চুরি

এক দিনে শেষ হবে লালন স্মরণোৎসব, থাকছে না মেলা

ইবিতে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন

কুষ্টিয়া সীমান্তে অনুপ্রবেশে আটক ২ ভারতীয়কে ফেরত দিল বিজিবি

ইবিতে নিয়োগ নিয়ে হট্টগোলের পর পদত্যাগ করলেন পরিবহন প্রশাসক

প্রথম নারী এসপি পেল যশোর