Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

কলার দামও চড়া, নিম্ন আয়ের মানুষের ক্ষোভ

মাগুরা প্রতিনিধি

কলার দামও চড়া, নিম্ন আয়ের মানুষের ক্ষোভ

‘গত রোজায় কম টাকায় খেজুর কিনে পরিবার নিয়ে ইফতারি খেয়েছি। এবার সেই খেজুর ছোঁয়ার কায়দা নেই। অনেক দাম বাড়িছে। এখন রোজা শুরুর পর থেকে কলার দামও নাগালের বাইরে। ইফতারিতে ফল খাওয়াটাও জুটতেছে না আমাগের মতো গরিব মানুষের।’ কথাগুলো মাগুরা জেলা শহরের চালের বস্তা টেনে জীবিকা নির্বাহ করা সোবহান বিশ্বাসের।

গতকাল শুক্রবার শহরের পুরাতন বাজারে কলা কিনতে এসে আক্ষেপ করে ষাটোর্ধ্ব এই শ্রমিক বলেন, ‘কম দামে কিছু নেই, যা ইফতারিতে লাগে, তার সবকিছুর দাম বাড়তি। প্রতিদিন যেন দাম বাড়তে থাকে।’

সম্প্রতি খেজুর ও কলার দাম নিয়ে ক্ষোভ মাগুরার ক্রেতাদের মধ্যেও দেখা দিয়েছে। বিশেষ করে রোজার শুরু থেকে খেজুরের দাম চড়া বলে ক্রেতারা নানা সমালোচনা করছেন কর্তাব্যক্তিদের নিয়ে। মাগুরায় সাধারণ মানের খেজুরের কেজি ৪৫০ টাকার ওপরে বিক্রি হচ্ছে।

মাগুরার জামরুলতলা এলাকায় গতকাল দুপুরে দেখা যায় দেশি কলা ৩০ থেকে ৪৫ টাকা হালি, চাপা কলা ৩০-৩৫, সাগর কলা ৩০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

কলা কিনতে আসা ক্রেতা হানিফ মিয়া বলেন, ‘ছোট কলার দাম রোজারে আগের দিনও ছিল ২৫ টাকা হালি; এখন তা ৩০ টাকার ওপরে। সেহরি বা ইফতারে কলা হলে ভালো হয়। সেটার দামও বেড়ে গেছে। কেন বাড়ছে, দোকানি কিছু জানেন না বলছে।’

যশোরে কৃষি উন্নয়নে স্থাপনা নির্মাণ: ৪১ কোটির তিন প্রকল্প জলে

রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি লেপন, মুছে দিল উপজেলা প্রশাসন

নাতনিকে যৌন নিপীড়ন, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বাগেরহাটে নারীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ২

বাসভাড়া বেশি নেওয়ার অভিযোগ করায় যাত্রীকে মারধর, অভিযানে গিয়ে ম্যাজিস্ট্রেট লাঞ্ছিত

মায়ের কোল থেকে ছিটকে পড়ে ভ্যানচাপায় ৪ মাসের শিশুর মৃত্যু

কার্ডিওগ্রাফার দেখছেন রোগী

খুলনায় বিএনপি নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ

বাবা–মায়ের শেষকৃত্য, জানল না আরাধ্য

‘বাবা আমারে কয়ে থুয়ে গেছিলো, তুই থাকিস আমি আসবনে’