চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় অতিরিক্ত মদ্যপানে সুভাষ সরদার (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সুভাষ চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ার বাসিন্দা।
সুভাষ সরদারের মেয়ে জামাই পিন্টু সরদার বলেন, একটু বেশি মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। গত বুধবার গভীর রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন বৃহস্পতিবার রাত ২টার দিকে তিনি মারা যান।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।