Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

চুয়াডাঙ্গা খাদ্যগুদামের ট্রাকে গমের বস্তায় বালু-পাথর

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা খাদ্যগুদামের ট্রাকে গমের বস্তায় বালু-পাথর

চুয়াডাঙ্গা খাদ্যগুদামের ট্রাকে গমের বস্তায় মিলেছে বালু ও পাথরের টুকরো। আজ রোববার দুপুরে ট্রাক থেকে গমের বস্তা আনলোডের সময় বালু ও পাথরের সন্ধান পাওয়া যায়। তাৎক্ষণিক ঘটনার অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

জানা গেছে, ভোরে খুলনা থেকে গমবোঝাই ছয়টি ট্রাক এসে পৌঁছায় চুয়াডাঙ্গা জেলা খাদ্যগুদামে। দুপুরে ট্রাক থেকে গম আনলোডিং শুরু হয়। গম নামানোর সময় প্রথমে একটি ট্রাকে পাওয়া যায় ছয়টি বালুর বস্তা। পরে ছয়টি ট্রাক খুঁজে বের করা হয় মোট ২৮টি বালুর বস্তা ও চারটি বড় বড় পাথরের টুকরো। 

ঘটনার কারণ অনুসন্ধানে আলমডাঙ্গা উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আব্দুল হামিদকে প্রধান করে গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি। তদন্ত কমিটিকে আগামী এক কর্ম দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য বলা হয়েছে। 

চুয়াডাঙ্গা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি বিভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচির ৩০০ টন গম চুয়াডাঙ্গায় বরাদ্দ হয়েছে। এই চালানে ১০০ টন গম ভোরে এসে পৌঁছায়। এরপর ট্রাকে ভর্তি গমের পরিমাণ নির্ণয় করে নামানো শুরু হয়। একপর্যায়ে ট্রাকের ভেতর থেকে পাওয়া যায় ৬টি বালুর বস্তা।’ 

খাদ্যগুদামের ট্রাকে বালির বস্তানজরুল ইসলাম আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, ট্রাক থেকে গম চুরি করে ওজন ঠিক রাখতে বালু ও পাথর দিয়ে তা সমন্বয়ের চেষ্টা করা হয়।’ 

জেলা খাদ্য নিয়ন্ত্রক এ কে এম শহীদুল ইসলাম বলেন, ‘খুলনার ৪ নম্বর ঘাট থেকে গম লোড হয়েছিল। সেখান থেকে বালুর বস্তা ট্রাকে তোলার কোনো সুযোগ নেই। রাস্তা থেকে এমন কোনো কারসাজি হয়ে থাকতে পারে।’ 

শহীদুল ইসলাম আরও বলেন, ‘তবে বিষয়টি অস্বীকার করেছেন ওই ৬ ট্রাকের চালক ও সহকারী। তাঁদের দাবি, রাস্তার মধ্যে কোথাও মালপত্র নামানো-ওঠানোর ঘটনা ঘটেনি। খুলনা থেকে সরাসরি চুয়াডাঙ্গায় এসেছেন তাঁরা।’ 

কর্মী সংকটে মহিষ রুগ্‌ন হচ্ছে প্রজনন খামারে

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

চুয়াডাঙ্গায় টাস্ক ফোর্সের অভিযান, ব্যবসায়ীদের বাধায় ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট

খুলনায় ৬ ইটভাটা বন্ধসহ কয়লা তৈরির ১৩টি চুল্লি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

পূর্ব সুন্দরবনের টিয়ারচরে জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

খুলনায় দেশীয় বন্দুক, কার্তুজসহ আটক ২

আওয়ামীপন্থীদের অপসারণের দাবিতে ইবি উপাচার্য কার্যালয়ে হট্টগোল

ভেজালবিরোধী প্রচার চালানো ব্যবসায়ী ড্রামের তেল ভরতেন বোতলে

চুয়াডাঙ্গায় আড়াই কেজি সোনাসহ দুই বাসযাত্রী আটক

ইটভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ