Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

কুমারখালীতে ভগ্নিপতির অস্ত্রের আঘাতে প্রাণ গেল বৃদ্ধের

কুষ্টিয়া প্রতিনিধি

কুমারখালীতে ভগ্নিপতির অস্ত্রের আঘাতে প্রাণ গেল বৃদ্ধের

থানায় দুই দিন আগে লিখিত অভিযোগ জানিয়েও শেষ রক্ষা হলো না। কুষ্টিয়ার কুমারখালীতে ইউনুস আলী (৬০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোর্দ্দবন গ্রামের এই ঘটনায় আহত তাঁর দুই ছেলেসহ আরও অন্তত পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত ইউনুস আলী কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের খোর্দ্দবন গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন। আহত ব্যক্তিরা হলেন নিহত ইউনুস আলীর দুই ছেলে রাসেল হোসেন (২৮), হোসেন আলী (২২), রকিবুল ইসলাম (৪০), চাঁদ আলী (৪৫) ও অরুণ আলী (৪২)।

অভিযুক্ত ভগ্নিপতির নাম মো. মোক্তার হোসেন (৫৫)। তিনি একই ইউনিয়নের মাঝগ্রাম গ্রামের বাসিন্দা। 

এ বিষয়ে নিহত ব্যক্তির ছেলে হোসেন আলী বলেন, সকালে পানি সেচের ভাগের ধান কাটতে গেলে তাঁর মামা মোক্তারসহ ২০-২৫ জন কাঁচি, রামদা, হাসুয়া নিয়ে হামলা চালায়। এ সময় তারা তাঁর বাবাকে কুপিয়ে হত্যা করে। তা ছাড়া হামলায় তিনিসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন। তিনি আরও বলেন, দুই দিন আগে গত বৃহস্পতিবার থানায় জিডি করেও কোনো লাভ হলো না।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। ছবি: আজকের পত্রিকাতবে থানায় লিখিত অভিযোগ দেওয়ার কথা অস্বীকার করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম। তিনি বলেন, ধান কাটা ও পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে একজন খুন হয়েছেন। এ ঘটনায় কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

১১ সড়ক খুঁড়ে ঠিকাদার উধাও বছরের পর বছর

মাগুরায় শিশু ধর্ষণ: তিন আসামিকে ঢাকায় পাঠিয়ে ডিএনএ নমুনা সংগ্রহ

কুষ্টিয়ায় ইনু-জর্জকে আদালতের কাঠগড়ায় হাতকড়া পরা নিয়ে এজলাস উত্তপ্ত

খুবির শেখ মুজিবুর রহমান সাময়িক বরখাস্ত

ধর্ষণের ভিডিও ধারণ, এরপর ব্ল্যাকমেল করে বারবার ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

শিক্ষার্থীদের ধাওয়ায় ক্যাম্পাস ছাড়লেন ইবি শিক্ষক

দৌলতপুরে অস্ত্র-গুলিসহ আওয়ামী লীগের কর্মী আটক

খুবিতে জুনিয়রের বিরুদ্ধে সিনিয়রকে মারধরের অভিযোগ

সাতক্ষীরায় বাইসাইকেল চুরিতে অভিযুক্ত ব্যক্তিকে ‘মব ভায়োলেন্স’ থেকে উদ্ধার করল বিজিবি

কুয়েটে রাজনীতিতে জড়ালে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল