থানায় দুই দিন আগে লিখিত অভিযোগ জানিয়েও শেষ রক্ষা হলো না। কুষ্টিয়ার কুমারখালীতে ইউনুস আলী (৬০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোর্দ্দবন গ্রামের এই ঘটনায় আহত তাঁর দুই ছেলেসহ আরও অন্তত পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত ইউনুস আলী কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের খোর্দ্দবন গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন। আহত ব্যক্তিরা হলেন নিহত ইউনুস আলীর দুই ছেলে রাসেল হোসেন (২৮), হোসেন আলী (২২), রকিবুল ইসলাম (৪০), চাঁদ আলী (৪৫) ও অরুণ আলী (৪২)।
অভিযুক্ত ভগ্নিপতির নাম মো. মোক্তার হোসেন (৫৫)। তিনি একই ইউনিয়নের মাঝগ্রাম গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে নিহত ব্যক্তির ছেলে হোসেন আলী বলেন, সকালে পানি সেচের ভাগের ধান কাটতে গেলে তাঁর মামা মোক্তারসহ ২০-২৫ জন কাঁচি, রামদা, হাসুয়া নিয়ে হামলা চালায়। এ সময় তারা তাঁর বাবাকে কুপিয়ে হত্যা করে। তা ছাড়া হামলায় তিনিসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন। তিনি আরও বলেন, দুই দিন আগে গত বৃহস্পতিবার থানায় জিডি করেও কোনো লাভ হলো না।