চুয়াডাঙ্গার দর্শনায় ককটেল বিস্ফোরণের শব্দ শুনে তল্লাশি চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় আশপাশের এলাকায় আরও ছয়টি ককটেল পাওয়া যায়।
আজ বৃহস্পতিবার দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর ও আকন্দবাড়িয়া গ্রামে ককটেলগুলো পাওয়া যায়। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, গতকাল বুধবার রাতে ঈশ্বরচন্দ্রপুরে আশু মেম্বারের বাড়ির কাছে একটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। খবর পেয়ে পুলিশ আজ সকালে ওই এলাকায় তল্লাশি চালায়। এ সময় স্কচটেপ দিয়ে মোড়ানো আরও দুটি এবং পাশের আকন্দবাড়িয়া গ্রামে চারটি ককটেল পাওয়া যায়।
ওসি বলেন, এ ঘটনায় আলীহিম নামের এক বোমা কারিগরকে আটক করা হয়েছে। তিনি দর্শনার দক্ষিণ চাঁদপুর গ্রামের বাসিন্দা। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে।
এর আগে দর্শনার চিনিকল কেরু অ্যান্ড কোম্পানি চত্বরে ১৩ ও ১৫ ফেব্রুয়ারি একটি করে ককটেল পাওয়া যায়। এ ঘটনায় ১৬ ফেব্রুয়ারি চিনিকল চত্বরে যৌথ তল্লাশি চালিয়ে চারটি ককটেল জব্দ করা হয়।
চিনিকল সূত্র বলছে, একটি মহল কেরু শ্রমিক ইউনিয়নের নির্বাচন দেরি করতে পরিস্থিতি ঘোলা করতে চাচ্ছে। ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স বলেন, শ্রমিকদের নির্বাচন করার অধিকার রয়েছে। এটি কেউ বন্ধ করতে পারে না। একটি পক্ষ নির্বাচন যাতে না হয়, তাই কেরু এলাকায় বোমা রেখে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। সঠিক তদন্তের মাধ্যমে এর দ্রুত সমাধান প্রয়োজন।
কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান বলেন, শ্রমিকনেতারা নির্বাচন আয়োজনের জন্য লিখিত আবেদন করেছেন। তবে পরিবেশ এখনো উত্তপ্ত। স্বাভাবিক হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।