হোম > সারা দেশ > খুলনা

সপ্তাহে ৩ দিন চলবে বেনাপোল ইমিগ্রেশন কার্যক্রম

প্রতিনিধি, শার্শা (বেনাপোল)

দেশের করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় স্থলপথে ভারত-বাংলাদেশের মধ্যে ভ্রমণের সময়সীমা সংক্ষিপ্ত করা হয়েছে। এখন থেকে প্রত্যেক সপ্তাহে তিন দিন অর্থাৎ রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার পাসপোর্টধারী যাত্রীরা ভারত থেকে বাংলাদেশে ফিরতে পারবেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র নিয়ে বাংলাদেশ থেকে প্রতিদিন ভারতে যেতে পারবেন যাত্রীরা।

আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব। এর আগে গত ৮ মে এক নির্দেশনার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত যাত্রীদের যাতায়াতের সময়সীমা নির্ধারণ করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জানা যায়, দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্থলপথে ভারত ভ্রমণে গত ২৩ এপ্রিল নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে নিষেধাজ্ঞার আগে চিকিৎসা, ব্যবসা ও শিক্ষাগ্রহণে ভারতে আটকে পড়া যাত্রীরা বাংলাদেশ দূতাবাসের ছাড়পত্র নিয়ে ফিরছিলেন। এ সময় ফেরত আসা কয়েকজন যাত্রীর শরীরে করোনার নতুন ভেরিয়েন্ট পাওয়া যায়। বর্তমানে দেশে সংক্রমণ রোধে সপ্তাহে তিন দিন যাত্রীদের ভারত থেকে ফেরার সময় সীমা নির্ধারণ করা হয়।

বর্তমানে ভারতে যাওয়ার জন্য প্রয়োজন হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র, ভারতীয় চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট ও ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষা করানো আরটিপিসিআর এ করোনা নেগেটিভ সনদ। ভারত থেকে ফিরতে আসতে লাগছে ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষা করানো নেগেটিভ সনদ ও ভারতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ছাড়পত্র।

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

সেকশন