Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

নড়াইলে গৃহবধূকে হত্যার দায়ে স্বামীসহ ২ জনের মৃত্যুদণ্ড

নড়াইল প্রতিনিধি

নড়াইলে গৃহবধূকে হত্যার দায়ে স্বামীসহ ২ জনের মৃত্যুদণ্ড

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের শড়াতলা গ্রামে গৃহবধূ আছিয়া বেগমকে (২২) গলাকেটে ও পুড়িয়ে হত্যার দায়ে স্বামী মো. রনি শেখ (২৬) এবং তাঁর বন্ধু মেহেদী হাসান হৃদয় ওরফে আব্বাস ফকিরকে (২৪) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলমাচ হোসেন মৃধা এ রায় ঘোষণা করেন। এ ছাড়া দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

এদিকে, মামলার অপর একটি ধারায় (২০১ ধারা) দুজনকেই সাত বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এ সময় আসামির স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রনি শেখ শড়াতলা গ্রামের লিটন শেখ লিটুর ছেলে এবং আব্বাস একই গ্রামের মো. জামির হোসেন ওরফে জামির ফকিরের ছেলে। 

মামলার বিবরণে জানা যায়, পরকীয়ার জের ধরে ২০২২ সালের ৪ নভেম্বর সকালে নড়াইল সদর উপজেলায় শড়াতলা গ্রামে গৃহবধূ আছিয়া বেগমকে তাঁর স্বামী প্রথমে গলাকেটে হত্যা করে। পরে ঘরে পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে স্বামীসহ তাঁর সহযোগী আব্বাস পালিয়ে যায়। 

এ ঘটনায় পুলিশ তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। রনি শেখ চার বছর আগে একই গ্রামের আছিয়া বেগমকে বিয়ে করেন। বিয়ের পর আছিয়ার ছেলে সন্তান হয়। বিয়ের পর আছিয়ার বাবা জামাই-মেয়েকে নয় শতক জমি কিনে বাড়িও করে দেন। রনি একটি মোবাইল ফোন কোম্পানিতে মাঠ পর্যায়ে চাকরি করতেন। সন্তানের ৬ মাস বয়সের সময় পারিবারিক কলহের জেরে স্ত্রী আছিয়াকে তালাক দেন স্বামী রনি শেখ। তালাকের তিন মাস পর স্থানীয়ভাবে সালিস-মীমাংসার পর আছিয়াকে পুনরায় বিয়ে করেন রনি। 

আসামি রনি মোবাইল কোম্পানির সিম বিক্রির সুবাদে লোহাগড়া উপজেলার গন্ডব গ্রামের এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। পরকীয়ার জেরে স্বামী রনির সঙ্গে স্ত্রীর প্রায় ঝগড়া ও পারিবারিক কলহ হতো। বিষয়টি নিয়ে রনি তাঁর বাল্যবন্ধু আব্বাসের সঙ্গে পরামর্শ করে দুজনে মিলে আছিয়াকে প্রথমে গলাকেটে হত্যা করে এবং পরে পেট্রল দিয়ে পুড়িয়ে ফেলে। 

নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এমদাদুল ইসলাম ইমদাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রায়ে বাদীপক্ষ সন্তুষ্টি প্রকাশ করে রায় রত কার্যকরের দাবি করেছেন।

প্রথম নারী এসপি পেল যশোর

ইবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ঘোষণা

কর্মী সংকটে মহিষ রুগ্‌ন হচ্ছে প্রজনন খামারে

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

চুয়াডাঙ্গায় টাস্ক ফোর্সের অভিযান, ব্যবসায়ীদের বাধায় ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট

খুলনায় ৬ ইটভাটা বন্ধসহ কয়লা তৈরির ১৩টি চুল্লি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

পূর্ব সুন্দরবনের টিয়ারচরে জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

খুলনায় দেশীয় বন্দুক, কার্তুজসহ আটক ২

আওয়ামীপন্থীদের অপসারণের দাবিতে ইবি উপাচার্য কার্যালয়ে হট্টগোল

ভেজালবিরোধী প্রচার চালানো ব্যবসায়ী ড্রামের তেল ভরতেন বোতলে