হোম > সারা দেশ > খুলনা

মনিরামপুরে সড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

যশোরের মনিরামপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার ভোরে উপজেলার চাঁদপুর এলাকায় খেদাপাড়া-মনিরামপুর সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, তাঁর কথা শুনে ধারণা করেন, তিনি মানসিক রোগী ছিলেন। তাঁর বাড়ি ভারতে হতে পারে।

চাঁদপুর বাঁশতলা মোড়ের চা-দোকানি মনিরুজ্জামান বলেন, এক থেকে দেড় মাস আগে এই ব্যক্তি এখানে আসেন। তিনি হিন্দি ভাষায় কথা বলতেন। স্থানীয় লোকজন খাবার দিলে দু-একবার খেয়ে লোকজনের দিকে সেই খাবার ছুড়ে মারতেন। প্রথম থেকে তিনি খোলা আকাশের নিচে রাস্তার পাশে শুয়ে-বসে থাকতেন।

তিনি আরও বলেন, বুধবার সকালে স্থানীয়রা মাঠে কাজে যাওয়ার সময় তাঁকে শুয়ে কাতরাতে দেখেছেন। এরপর সকালে দোকানে এসে দেখি তিনি মারা গেছেন।

তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশ নামে স্বেচ্ছাসেবী সংস্থার যশোর জেলা কমিটির সভাপতি আশরাফ ইয়াসিন বলেন, মঙ্গলবার রাতে স্থানীয়রা কল করে মানসিক প্রতিবন্ধী ব্যক্তিটির বিষয়ে আমাদের জানান। আমরা সকালে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করাতে চেয়েছিলাম। কিছু গরম কাপড় নিয়ে সকালে ঘটনাস্থলে এসে দেখি তিনি মারা গেছেন।

খেদাপাড়া ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বলেন, ‘রাস্তার পাশে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।’

সুন্দরবন থেকে আগ্নেয়াস্ত্র ও ককটেলসহ আটক ২

ঘন কুয়াশায় অচ্ছন্ন গাংনী, দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি

খুলনায় ডাম্পট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ‘ভুয়া’ চিকিৎসক আটক

৯ কোটির প্রকল্প, নেই সুফল

খুলনা পাউবোর যান্ত্রিক ওয়ার্কশপে ২৬ লাখ টাকা অনিয়মের প্রমাণ পেল দুদক

মোংলা বন্দরে নিলামে উঠেছে ৭০টি দামি গাড়ি

টিসিবির পণ্য ক্রয়ের সিরিয়াল নিয়ে যুবদল নেতা মানিক হত্যাকাণ্ড

মেসির বিশাল ছবি এঁকে প্রশংসায় ভাসছেন খুলনার নয়ন মন্ডল

সুন্দরবনে ৩ বাঘের দেখা পেলেন পর্যটকেরা, তুললেন ছবিও

সেকশন