হোম > সারা দেশ > খুলনা

ফকিরহাটে অপহৃত কলেজছাত্রী উদ্ধার, মামলায় মা-ছেলে গ্রেপ্তার

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি 

প্রতীকী ছবি

বাগেরহাটের ফকিরহাট মডেল থানায় কলেজছাত্রী (১৭) অপহরণ মামলার অভিযুক্ত আসামি মা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

গতকাল শনিবার রাতে খুলনার ফুলবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার লখপুর এলাকার লেলিন তালুকদারের স্ত্রী ডলি বেগম (৪৫) ও ছেলে প্রিন্স তালুকদার (২০)।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) আ. আলিম মামলার বরাত দিয়ে জানান, গত ৮ অক্টোবর সকালে বাড়ি থেকে ওই কিশোরী কলেজে যাওয়ার পথে অভিযুক্ত আসামিরা টাউন-নওয়াপাড়া এলাকা থেকে তাকে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় গত ১২ অক্টোবর ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ফকিরহাট মডেল থানায় একটি অপহরণ মামলা করেন। মামলার দুই আসামি মা-ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, কলেজ ছাত্রী অপহরণ মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তার আসামিদের রোববার আদালতে সোপর্দ করা হবে।

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

সেকশন