হোম > সারা দেশ > খুলনা

নিখোঁজ নারীর লাশ মিলল তামাকখেতে

কুষ্টিয়া প্রতিনিধি

প্রতীকী ছবি

কুষ্টিয়ার মিরপুরে তামাকখেত থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান গ্রামের একটি তামাকখেতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত নারীর নাম সন্তোষী বালা দাসী (৪৯)। তিনি একই ইউনিয়নের মশান দাসপাড়া গ্রামের ঝন্টু কুমার দাসের স্ত্রী। এর আগে গতকাল শুক্রবার বিকেলে জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য শুকনা পাতা ও খড়কুটো সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হন তিনি। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বারুইপাড়া ইউপির ৩ নম্বর ওয়ার্ড সদস্য মোফাকখার ইসলাম জিন্না খাঁন আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়ির পাশে একটি ছোট মুদিখানা দোকান রয়েছে তাদের। সেটাই দেখাশোনা করত সে। আর স্বামী দিনমজুরের কাজ করত। এভাবেই তাদের সংসার চলতো। ঘটনাস্থলের আশপাশে প্রতিনিয়ত মাদকসেবীদের আড্ডা বসে। পরিবার থেকে জানতে পেরেছি তার কানে স্বর্ণের দুল ছিল। সেটা ছিনিয়ে নিতে গিয়ে চিনে ফেলায় এ হত্যাকাণ্ড ঘটতে পারে।’

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরিবার থেকে বলা হচ্ছে, নিহতের কানে স্বর্ণের দুল ছিল। কিন্তু লাশ উদ্ধারের সময় তা পাওয়া যায়নি। সবকিছু মাথায় রেখে তদন্ত চলছে।

ঝিকরগাছায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪

ইবিতে জুলাইবিরোধী শিক্ষকদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠন

ইবিতে আ.লীগ সরকারের সময় নিয়োগে অনিয়ম-দুর্নীতি অনুসন্ধানে তদন্ত কমিটি

ইবির বাংলা বিভাগের সভাপতি ড. রবিউলের পদত্যাগ

আমার যেমন কষ্ট হচ্ছে, আসামিদের মায়েদের কষ্ট হবে: আবরার ফাহাদের মা

অমতে বিয়ে, ৫ দিনের মাথায় তরুণীর ‘আত্মহত্যা’

ইজিবাইকচালক হাফিজুল হত্যার বিচার দাবি, বিক্ষোভ মিছিল

রাতে বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের পড়ালেখার খোঁজ নিচ্ছেন গাংনীর ইউএনও

হাইকোর্টে রায় বহাল থাকায় আবরার ফাহাদের মায়ের সন্তোষ প্রকাশ

খুলনায় হত্যা মামলার আসামি ‘চরমপন্থী’ শাহিন দুর্বৃত্তের গুলিতে নিহত