হোম > সারা দেশ > খুলনা

অনলাইন গেমে ৪ লাখ টাকা হারিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

অনলাইন গেমে আসক্ত হয়ে ৬ মাসে ৪ লাখ টাকা। এরপর বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন মতিয়ার রহমান নয়ন (২২) নামের এক যুবক। বর্তমানে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। এর আগে গতকাল রোববার (১৩ নভেম্বর) সকালে উপজেলার কোটচাঁদপুরে ফুলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। 

নয়ন কোটচাঁদপুর উপজেলার ফুলবাড়ি গ্রামের মোস্তফা কামালের ছেলে। 

মতিয়ার রহমান (নয়নের) চাচা বিল্লাল হোসেন বলেন, ‘নয়ন ফুলবাড়ি গ্রামে বেতনে ইন্টারনেট লাইনে কাজ করে। আর বাকি সময় বাড়ির পাশের মাঠে গিয়ে মগ্ন থাকত মোবাইলে। তবে কী করতেন জানতাম না। বিষ খাওয়ার পর জানতে পারলাম অনলাইন গেম নিয়ে ব্যস্ত থাকত সব সময়।’ 

বিল্লাল হোসেন বলেন, ‘গেল ৪ মাসে নয়ন তাঁর মায়ের কাছ থেকে ৪ লাখ টাকার মতো নিয়েছে। রোববার সকালে সর্বশেষ ৭ হাজার টাকা নেয়। এরপর তা মোবাইলে ভরে চলে যায় মাঠে। কিছুক্ষণ পর জানতে পারি সে বিষপান করেছে। পরে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করা হয়। বর্তমানে নয়ন কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।’ 

এ ব্যাপারে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কৃষ্ণ কমল পাল সাগর বলেন, ‘সকালে রাউন্ডের সময় নয়ন নামের রোগীকে আমি দেখেছি। সে ঘাস পোড়া বিষ খেয়েছে। এতে করে মুখের ভেতর ক্ষতের সৃষ্টি হয়েছে। চিকিৎসা চলছে। তবে শঙ্কা মুক্ত বলা যাচ্ছে না।’ 

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

সেকশন