হোম > সারা দেশ > খুলনা

নাশকতা মামলা: সাতক্ষীরা পৌর মেয়রের পদ শূন্য ঘোষণা 

সাতক্ষীরা প্রতিনিধি

কাউন্সিলরদের অনাস্থা, রাষ্ট্রবিরোধী কাজে অংশ নেওয়াসহ বেশ কয়েকটি অভিযোগে সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতির পদ শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। 

তাজকিন আহমেদ চিশতি পরপর দুবার ধানের শিষ প্রতীক নিয়ে পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন। এ ছাড়া তিনি পৌর বিএনপির সদস্যসচিবের দায়িত্ব পালন করছেন। 

এ বিষয়ে সাতক্ষীরা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাশরুবা ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে চিঠিটি ইস্যু হয়েছে বলে জানতে পেরেছি। অফিশিয়ালি চিঠি হয়তো রোববার পাব।’ চিঠি পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানান এই কর্মকর্তা। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাজকিন আহমেদ চিশতি বেশ কয়েকটি নাশকতা মামলার আসামি এবং তাঁর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এ ছাড়া মেয়র থাকাকালীন তিনি নিজে পৌরসভার ঠিকাদারি কাজ করেছেন। 

সবশেষ পৌরসভার ১২ জন কাউন্সিলর তাঁর বিরুদ্ধে অনাস্থা এনেছেন। তাঁদের অনাস্থা প্রস্তাব গৃহীত হওয়ায় পৌরসভা আইন ২০০৯ সালের ৩৮ ধারার ১২ উপধারা অনুযায়ী ২৩ নভেম্বর থেকে মেয়রের পদ শূন্য ঘোষণা করা হলো। চিঠিতে শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয়েছে।

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

সেকশন