হোম > সারা দেশ > সাতক্ষীরা

নাশকতা মামলা: সাতক্ষীরা পৌর মেয়রের পদ শূন্য ঘোষণা 

সাতক্ষীরা প্রতিনিধি

কাউন্সিলরদের অনাস্থা, রাষ্ট্রবিরোধী কাজে অংশ নেওয়াসহ বেশ কয়েকটি অভিযোগে সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতির পদ শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। 

তাজকিন আহমেদ চিশতি পরপর দুবার ধানের শিষ প্রতীক নিয়ে পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন। এ ছাড়া তিনি পৌর বিএনপির সদস্যসচিবের দায়িত্ব পালন করছেন। 

এ বিষয়ে সাতক্ষীরা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাশরুবা ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে চিঠিটি ইস্যু হয়েছে বলে জানতে পেরেছি। অফিশিয়ালি চিঠি হয়তো রোববার পাব।’ চিঠি পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানান এই কর্মকর্তা। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাজকিন আহমেদ চিশতি বেশ কয়েকটি নাশকতা মামলার আসামি এবং তাঁর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এ ছাড়া মেয়র থাকাকালীন তিনি নিজে পৌরসভার ঠিকাদারি কাজ করেছেন। 

সবশেষ পৌরসভার ১২ জন কাউন্সিলর তাঁর বিরুদ্ধে অনাস্থা এনেছেন। তাঁদের অনাস্থা প্রস্তাব গৃহীত হওয়ায় পৌরসভা আইন ২০০৯ সালের ৩৮ ধারার ১২ উপধারা অনুযায়ী ২৩ নভেম্বর থেকে মেয়রের পদ শূন্য ঘোষণা করা হলো। চিঠিতে শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয়েছে।

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার