যশোর প্রতিনিধি
যাত্রীবাহী বাসে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীর শ্লীলতাহানির ঘটনায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে যশোর চৌগাছা সড়ক অবরোধ করেন তাঁরা।
পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জড়িত ব্যক্তিদের শাস্তির আশ্বাস দিলে বিকেল সাড়ে ৫টার দিকে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করা হয়।
বিশ্ববিদ্যালয় ও আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রোববার যশোর থেকে চৌগাছাগামী লোকাল বাসে করে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে আসছিলেন। চূড়ামনকাটি থেকে মাসুদ নামের এক যুবক বাসে ওঠেন। তিনি ভুক্তভোগী ওই শিক্ষার্থীর গায়ে হাত দেন। এ ব্যাপারে সতর্ক করা সত্ত্বেও তিনি হাত সরাননি। পরে এ ঘটনায় প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন ওই শিক্ষার্থী।
উপাচার্য অধ্যাপক ডক্টর মো. আনোয়ার হোসেন পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন; কিন্তু ২৪ ঘণ্টা অতিক্রান্ত হলেও অপরাধী গ্রেপ্তার না হওয়ায় সোমবার দুপুরে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তাঁরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশ কয়েকবার কথা বলেও বিষয়টি সমাধানে ব্যর্থ হয়।
আন্দোলন থেকে শিক্ষার্থীরা ৬ দফা দাবি তোলেন। দাবিগুলো হলো—শ্লীলতাহানির ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে অপরাধীর বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি, চৌগাছা বাসমালিক সমিতিকে জবাবদিহির আওতায় আনা, যশোর-চৌগাছা রুটের সব বাসের চালক ও চালকের সহকারীকে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে হবে (বিশেষত্ব, নারী ও শিশু), ওই রুটের সব বাসের মধ্যে সামনের সারিতে (নারী, শিশু, বৃদ্ধ ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি) উল্লেখযোগ্যসংখ্যক আসন বরাদ্দ রাখতে হবে, ভবিষ্যতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে যশোর-চৌগাছা বাসমালিক সমিতিকে সব দায়ভার গ্রহণ করতে হবে; বিশ্ববিদ্যালয়কে প্রতি ঘণ্টায় শহর থেকে (চাঁচড়া, মনিহার) শাটল বাস সার্ভিস ব্যবস্থার চালু করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘শাটল বাস দেওয়ার সক্ষমতা এ মুহূর্তে আমাদের নেই। তবে অভিযুক্ত যেখানেই থাকুক, তাকে গ্রেপ্তার করা হবে। শিক্ষার্থীদের অন্য দাবিগুলো প্রসঙ্গে যশোর-চৌগাছা বাসমালিক সমিতির সঙ্গে আমরা কথা বলব।’
এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিকে আটকের জন্য পুলিশ কাজ করছে।’