হোম > সারা দেশ > নড়াইল

ইটভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ

নড়াইল প্রতিনিধি 

নড়াইলে ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা, ভাটা ভাঙচুর ও ভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়। ছবি: আজকের পত্রিকা

নড়াইলে ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা, ভাটা ভাঙচুর ও ভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নড়াইল শিল্পকলা একাডেমি চত্বর থেকে বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

পরে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি নড়াইল জেলা শাখার সভাপতি এমএম রেজাউল আলমের নেতৃত্বে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও পরিবেশ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন।

সমাবেশে বক্তারা বলেন, ‘দেশের উন্নয়নের সঙ্গে সমতা রেখে ইটভাটার মালিকেরা বায়ুদূষণ রোধে সরকার নির্দেশিত আধুনিক প্রযুক্তির জিগজাগ ইটভাটা স্থাপন করেছি, যা জ্বালানি সাশ্রয়ী, পরিবেশবান্ধব। এই শিল্পে প্রায় ৫০ লাখ শ্রমিক কর্মরত আছেন এবং ৫০ লাখ পরিবার তথা ২ কোটি মানুষের রুটি রুজির ব্যবস্থা আমরাই করেছি। ইটভাটা বন্ধ হয়ে গেলে এই লোকগুলো বেকার হয়ে পড়বেন।’

বক্তারা আরও বলেন, প্রায় প্রতিটি ইটভাটার বিপরীতে ১ কোটি টাকার ওপরে ব্যাংক লোন রয়েছে। ভাটা বন্ধ হয়ে গেলে সমুদয় ব্যাংক লোন অনাদায়ী থেকে যাবে। ইটভাটার মালিকরা বছরে হাজার হাজার কোটি টাকার রাজস্ব দিয়ে থাকেন।

এ বিষয়ে জেলা প্রশাসক শারমিন আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘আইন মেনে এবং নিয়মের মধ্যে থেকে ইটভাটার ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব।’

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ

‘স্যাক্রোলাইটিস’ রোগে আক্রান্ত: মেধাবী ছাত্রী আসফির বাঁচার আকুতি

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই