হোম > সারা দেশ > খুলনা

জেলি ঢোকানো ২৪০ কেজি চিংড়ি জব্দ, লাখ টাকা জরিমানা

যশোর প্রতিনিধি

যশোর থেকে ঢাকায় আনার পথে একটি ট্রাক থেকে ১৬টি বাক্সভর্তি জেলি ঢোকানো চিংড়ি জব্দ করেছে র‍্যাব। সেখানে ২৪০ কেজি চিংড়ি ছিল, যার বর্তমান বাজার মূল্য ২ লক্ষাধিক টাকা। জব্দের পর ওই সব চিংড়ি ধ্বংস করা হয়। সেই সঙ্গে এ ঘটনায় জড়িত থাকার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাছের মালিক রণজিৎ মণ্ডলের কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

গতকাল বৃহস্পতিবার রাতে শহরের আরবপুর এলাকায় মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি মাছের ট্রাক থেকে এসব চিংড়ি জব্দ করা হয়। চিংড়ি সরবরাহকারী প্রতিষ্ঠানের নাম মাম্পি অ্যান্ড প্রান্ত ফিশ। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট নাজিউর রহমান।

র‍্যাবের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট নাজিউর রহমান জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদে তাঁরা জানতে পারেন একটি ট্রাকে জেলি ঢোকানো চিংড়ি মাছ সাতক্ষীরা থেকে যশোর হয়ে ঢাকার যাত্রাবাড়ীর দিকে যাচ্ছে। তাৎক্ষণিক তাঁরা আরবপুরে অবস্থান নেন। সেখানে সন্ধ্যা ৭টার পর থেকে প্রায় ১১টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন। অভিযানে মাছভর্তি একটি ট্রাক তাঁদের সন্দেহ হয়। পরে ট্রাকটি তল্লাশি করেন তাঁরা। ওই ট্রাকের মধ্যে ১৬টি কর্কশিটে থাকা চিংড়িতে জেলি ঢোকানোর বিষয়টি প্রমাণ পাওয়া যায়। একপর্যায়ে মালিকপক্ষ তা স্বীকারও করে। পরে তাঁদের জরিমানা করা হয় এবং সব মাছ ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন র‍্যাবের স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমান, যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ ও যশোর সদরের জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রহমান রেজা। 

খুলনায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবদল নেতার মৃত্যু, আটক ১

সুন্দরবন থেকে ২৫ কেজি হরিণের মাংস জব্দ

মাগুরায় শ্রমিকনেতার মরদেহ উদ্ধার

ফকিরহাটে ৫ তুলার গুদামে আগুন লেগে ২ কোটি টাকার ক্ষতি

মধুমেলার আগেই বাড়ছে ভিড়

বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক, আতঙ্ক

যশোরে ২৪ মামলার আসামি সন্ত্রাসী রাকিব গুলিবিদ্ধ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার্ড

১০ দিনের মাথায় ওএসডি যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ছাত্রলীগ নেতা লেখকের ভেবে জামায়াত নেতার মাছ লুট

দৌলতপুরে বিএনপি নেতার বাড়িতে অভিযান, নগদ অর্থ ও ইয়াবা উদ্ধার

সেকশন