হোম > সারা দেশ > খুলনা

জলাবদ্ধতা নিরসনে প্রকল্প হবে ভুক্তভোগীদের পরামর্শে: উপদেষ্টা রিজওয়ানা

­যশোর প্রতিনিধি

পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান বলেছেন, যশোরের ভবদহের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে। তবে বিগত সময়ের মতো পানি উন্নয়ন বোর্ড, বিভিন্ন সংস্থার মতামতে নয়, এবার ভুক্তভোগীদের পরামর্শে নেওয়া প্রকল্প অনুযায়ী কাজ করা হবে।

আজ রোববার যশোরের দুঃখ খ্যাত ভবদহ অঞ্চল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এদিন তিনি অভয়নগরের আমডাঙ্গা খাল, সুন্দলী, বিল কপালিয়া ও ভবদহ স্লুইসগেট এলাকা পরিদর্শন করে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, ‘আমাকে জানতে হবে ভবদহ নিয়ে বিগত সময়ে কত প্রকল্প নেওয়া হয়েছে। দীর্ঘ প্রকল্প নেওয়া হলেও কেন এ সমস্যা আবারও ফেরত আসে। আমরা যখন এসব বিষয় বিশ্লেষণ করতে পারব, তখন আমাদের প্রকল্প বাস্তবায়ন করতে সুবিধা হবে।’

উপদেষ্টা আরও বলেন, ‘এর আগেও ভবদহ এলাকায় এসেছি। এখানকার মামলা নিয়ে লড়েছি। পানি উন্নয়ন বোর্ড ও আগের কাজগুলো নিয়ে ভবদহবাসীর মধ্যে প্রচণ্ড ক্ষোভ। এখানে কারিগরি সমস্যায় রূপ নিয়েছে। আগের প্রকল্পের মূল্যায়নের সঙ্গে দোষ সাব্যস্ত করার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

নতুন প্রকল্প যাতে স্বচ্ছতার সঙ্গে হয়, সে কারণে ভুক্তভোগী ও ছাত্র প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি করা হবে বলেও জানান উপদেষ্টা।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখানে যে অবৈধ খাল দখল বা ঘের রয়েছে, সেগুলো জেলা প্রশাসন দখলমুক্ত করবে। যাঁরা ঘের দখল করে মাছ চাষ করছেন, তাঁদের নীতিমালা মেনেই মাছ চাষ করতে হবে। মাছ চাষের জন্য এখানে জলাবদ্ধতা দেখা দেয়, ভোগান্তি বাড়ে। মানুষের জীবন-জীবিকাকে জিম্মি করে তো আর ঘের রক্ষা করতে পারি না। অবৈধ ঘের সরাতে হবে।’

পানিসম্পদ মন্ত্রণালয়, উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান, যশোর, জেলার খবর, ভবদহ, জলাবদ্ধতা, পানি উন্নয়ন বোর্ড

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

৫ আগস্ট নিহত আ.লীগ নেতা হিরণসহ ২ জনের লাশ কবর থেকে উত্তোলন

কুয়েটে ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, কমেছে ভর্তি ফি

আমরা কখনো চাঁদাবাজি করিনি, ভবিষ্যতেও করব না: ডা. শফিকুর রহমান

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে পাঁচ তরুণের ১৬৫ কিলোমিটার হাঁটা অভিযান

মোংলায় নিয়ন্ত্রণ হারানো ভটভটি উল্টে চালকসহ নিহত ২

যুবদল নেতা-কর্মীদের বিরুদ্ধে যশোরে ৩টি ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার অভিযোগ

সেকশন