শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে পৃথক দুটি ঘটনায় এক নববধূসহ দুজন কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেছে। আজ বুধবার রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে উপজেলার নকিপুর ও পূর্ব কৈখালী গ্রামে ঘটনা দুটি ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সিদ্দিক গাজী (৪৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নববধূ খুকুমণির (১৮) অবস্থা উন্নতির দিকে। দুই সন্তানের জনক সিদ্দিক গাজী পূর্ব কৈখালী গ্রামের নুর আলী গাজীর ছেলে। আর খুকুমণি নকিপুর গ্রামের আল আমিন হোসেনের স্ত্রী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে স্বামীর ওপর অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করেন খুকুমণি। স্বামী বাইরে থেকে ধূমপান করে বাসায় প্রবেশ করায় বাগ্বিতণ্ডার একপর্যায়ে খুকুমণি কীটনাশক পান করেন। পরিবারের সদস্যরা তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মাত্র পাঁচ মাস আগে নকিপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে আল আমিনের সঙ্গে রতনপুর গ্রামের খুকুমণির বিয়ে হয়।
এদিকে আশিক হোসেন নামের এক ব্যক্তি নিজেকে সিদ্দিক গাজীর আত্মীয় পরিচয় দিয়ে জানান, পারিবারিক কলহের জেরে রাত ৯টার দিকে কীটনাশক পান করেন সিদ্দিক। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বে থাকা সহকারী স্বাস্থ্য কর্মকর্তা রাশেদুল ইসলাম রিমেন জানান, চিকিৎসা শুরু করার আগেই সিদ্দিক গাজী মারা গেছেন। তাৎক্ষণিকভাবে শ্যামনগর থানাকে বিষয়টি জানানো হয়েছে। খুকুমণির পাকস্থলী ওয়াশ করার পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।