কুষ্টিয়ার খোকসায় জমে থাকা বৃষ্টির পানির গর্তে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার শোমসপুর ইউনিয়নের চকহরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত শিশু ইয়ানুর গ্রামের সোহাগ মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে বাড়ির পাশে মাঠে অন্য শিশুদের সঙ্গে খেলছিল ইয়ানুর। হঠাৎ জমে থাকা বৃষ্টির পানির গর্তে পড়ে যায় সে। এ সময় অন্য শিশুদের চিৎকার শুনে প্রতিবেশীরা এসে ইয়ানুরকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
খোকসা থানার ওসি আশিকুর রহমান জানান, গর্তে জমা বৃষ্টির পানিতে পড়ে শিশু ইয়ানুরের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।