পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার পাটকেলঘাটায় ট্রাকের ধাক্কায় আনিসুর রহমান (৩৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আল আমিন (৩৮) নামের এক ভ্যানচালক আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটার কুমিরা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনিসুর রহমান সাতক্ষীরা সদর থানার আব্দুল জলিলের ছেলে। তিনি পেশায় মৌ-চাষি ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি ট্রাক কুমিরা ব্রিজের কাছে পৌঁছালে ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে ভ্যানে বসা আনিসুর রহমান গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
পাটকেলঘাটা থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, বিষয়টি হাইওয়ে পুলিশ দেখভাল করছে।