হোম > সারা দেশ > যশোর

সাবেক স্ত্রীর সঙ্গে ‘পরকীয়া’, খালুর ২ চোখ তুলে নেওয়ার চেষ্টা ক্ষুব্ধ যুবকের

­যশোর প্রতিনিধি

যশোরে শহিদুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তির দুই চোখ উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে যশোর শহরের বকচর করিম পেট্রলপাম্প এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাদ্দাম হোসেন (৩০) নামের এক যুবককে আটক করা হয়েছে।

আহত শহিদুল ইসলামকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হামলার শিকার শহিদুল শহরের বকচর করিম পেট্রলপাম্প কবরস্থান রোড এলাকার বাসিন্দা, আর হামলাকারী সাদ্দাম তাঁর ভায়রা শাহ জামালের ছেলে।

আজ শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) নূর ই আলম সিদ্দিকী এসব তথ্য দেন। তিনি বলেন, দুই মাস আগে স্ত্রীর সঙ্গে সাদ্দামের ডিভোর্স হয়। সেই স্ত্রীর সঙ্গে তাঁর খালু শহিদুল পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ কারণে ক্ষুব্ধ হয়ে তাঁর দুই চোখ তুলে নেওয়ার চেষ্টা করেন সাদ্দাম।

পুলিশ সুপার আরও বলেন, এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা উদ্‌ঘাটনের চেষ্টা চালাচ্ছে পুলিশ। হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাদ্দামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার