হোম > সারা দেশ > যশোর

শার্শায় বেসরকারি হাসপাতাল থেকে শিশু চুরি

প্রতিনিধি, শার্শা (যশোর)

যশোর শার্শা উপজেলার নভারন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে দুই দিন বয়সের একটি শিশু কন্যা চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ২টা ২০ মিনিটে অপরিচিত এক নারী ক্লিনিক থেকে দ্বিতীয় তলা থেকে শিশুটি চুরি করে পালিয়ে যান। হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় এমন দৃশ্য দেখা যায়।  

নাভারন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক আবু সাঈদ হিমন  জানান, শার্শার লক্ষনপুর ইউনিয়নের সুবর্ণখালী গ্রামের বিল্লাহ হোসেন তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে গত বুধবার সকালে ক্লিনিকে ভর্তি করান। ওই দিন বিকেলে শিশুটি জন্ম নেয়। বৃহস্পতিবার দুপুরে ক্লিনিক বেড থেকে কৌশলে এক নারী শিশুটি চুরি করে পালিয়ে যান। ঘটনাটি থানা-পুলিশকে জানানো হয়েছে। তারা পরিদর্শন করেছেন। 

চুরি হয়ে যাওয়া শিশুর বাবা বিল্লাল হোসেন জানান, তাঁর স্ত্রী ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। বাইরে থেকে এক নারী এসে পাশ থেকে তাঁর বাচ্চা চুরি করে। এ চুরির পেছনে ক্লিনিকের কারও হাত থাকতে পারে বলে ধারণা করছেন তিনি। পুলিশকে অভিযোগ জানানো হয়েছে বলে জানান তিনি। 

শার্শা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সিসি টিভি ফুটেজ পরীক্ষা করে শিশুটি উদ্ধারের কাজ করছে পুলিশ।

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার