হোম > সারা দেশ > খুলনা

মোংলা বন্দরের নৌবহরে যুক্ত হল দুটি অত্যাধুনিক টাগবোট

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

বিদেশ থেকে আগত বড় বাণিজ্যিক জাহাজকে দ্রুত ও নিরাপদে জেটিতে ভেড়াতে মোংলা বন্দরে যুক্ত হয়েছে ‘এমটি নীল কমল’ ও ‘এমটি জয়মনি’ নামে দুটি অত্যাধুনিক টাগবোট। আজ বৃহস্পতিবার দুপুর ২টায় এই জলযান দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান। 

মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, হংকংয়ের চিও লি শিপইয়ার্ড থেকে ১৭৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টাগবোট দুটি গতকাল বুধবার দুপুরে বন্দরের ৮ নম্বর জেটিতে এসে পৌঁছায়। এই টাগ বোট দুটির সর্বোচ্চ ৭০ বোলার্ড পুলের পাওয়ার রয়েছে। এর আগে মোংলা বন্দরে যে টাগবোট ছিল তার সর্বোচ্চ ক্ষমতা ছিল ৪০ বোলার্ড পুল। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, ৭০ বোলার্ডের টাগ বোট যুক্ত হওয়ায় মোংলা বন্দরের আগত বৃহৎ বাণিজ্যিক জাহাজগুলোকে দ্রুত ও নিরাপদভাবে বন্দরের জেটিতে ভেড়ানো সম্ভব হবে। এতে করে সার্বিকভাবে জাহাজ হ্যান্ডলিং এ মোংলা বন্দরের সক্ষমতায় আরও বেড়ে গেল। 

এই কর্মকর্তা আরও বলেন, এতে করে ব্যবসায়ীরা মোংলা বন্দর ব্যবহারে আরও আগ্রহী হবেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মো. আসাদুজ্জামান, পরিচালক (প্রশাসন) শাহীনুর রহমান, প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, সচিব কালাচাঁদ সিংহ, প্রধান হাইড্রোগ্রাফার কমান্ডার রাসেল আহমেদ খান, বোর্ড ও জনসংযোগ বিভাগের উপ সচিব মো. মাকরুজ্জামান।

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

সেকশন