হোম > সারা দেশ > খুলনা

যশোরের কোরবানির পশুর হাট এবার অনলাইনে

প্রতিনিধি, যশোর 

যশোরে এবার অনলাইনে কোরবানির পশু বিক্রি করবে বিক্রেতারা। সে লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি অ্যাপসও চালু করা হয়েছে। ফলে ঘরে বসেই চাহিদানুযায়ী পশু কেনার সুযোগ পাবেন ক্রেতারা। অবশ্য করোনা পরিস্থিতির উন্নতি হলে সীমিত পরিসরে চালু করা হবে হাট। তবে সেখানেও থাকবে কঠোর বিধিনিষেধ।

এদিকে জেলায় আসছে ঈদুল আজহা উপলক্ষে ৯৬ হাজার ৩৭টি গবাদিপশু কোরবানির উপযোগী করে তোলা হয়েছে। যা চাহিদার তুলনায় ২৪ হাজার ৩২৭টি বেশি। সংশ্লিষ্টরা বলছেন, একটি অ্যাপসের মাধ্যমেই জেলার সকল খামারি ও বিক্রেতারা কেনাবেচা করতে পারবেন।

‘Jashorehat’ লিখে যেকোনো ব্রাউজারে সার্চ দিতে হবে। এরপর লগিং বা রেজিস্ট্রেশনের মাধ্যমে সাইটে ঢুকে, যে কেউ নাম নিবন্ধন করাতে পারবেন। পরে পশুর ছবি, দাম, ঠিকানাসহ যোগাযোগের নম্বর দিতে পারবেন বিক্রেতারা। দেওয়া যাবে পশুর বর্ণনাও। অনুরূপ https://www.jashorehat.com/ সাইটে গিয়ে মিলবে ‘অনলাইন পশুহাট’ ট্যাগ। সেখান থেকেও প্রবেশ করা যাবে ‘Jashorehat’ এ।

যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান জানান, ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে অ্যাপসটিতে প্রতিটি উপজেলা ও ক্যাটাগরি ভাগ করে দেওয়া হয়েছে। যাতে সকলেই সহজে সেখানে প্রবেশ করতে পারেন এবং নিজেদের চাহিদা মেটাতে পারেন।

তিনি আরও বলেন, করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জেলার সব পশু হাট আপাতত বন্ধ রাখা হয়েছে। ফলে বিকল্প হিসেবে এই প্ল্যাটফর্ম চালু করেছি আমরা। এরই মধ্যে অনেকেই এর সঙ্গে সংযুক্ত হয়েছেন। আমরা এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যদি সংক্রমণ কমে আসে, সে ক্ষেত্রে ঈদের আগে কয়েকটি হাট খুলে দেওয়া হবে। তবে সেখানে যত্রতত্র বেচাকেনার সুযোগ থাকবে না। স্বাস্থ্যবিধি মেনেই সবকিছু করা হবে। সে ব্যাপারেও সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে।

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর কোরবানিকে সামনে রেখে জেলায় ৯৬ হাজার ৩৭টি গবাদিপশু বাজারজাতকরণের উপযোগী করা হয়েছে। পশুর মধ্যে গরু ও মহিষের সংখ্যা রয়েছে ৪৪ হাজার ৫৫০ টি। ছাগল ও ভেড়া রয়েছে ৫১ হাজার ৪৮৭টি।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বখতিয়ার হোসেন বলেন, অনলাইন পশুহাট জমজমাট করার জন্য জেলা প্রশাসন ও প্রাণীসম্পদ অধিদপ্তর কাজ করছে। ইতিমধ্যে আমরা সকল খামারিকে বিষয়টি জানিয়ে দিয়েছি। আশা করছি এবারের ঈদে এই প্ল্যাটফর্মটিই জমে উঠবে।

৯ কোটির প্রকল্প, নেই সুফল

খুলনা পাউবোর যান্ত্রিক ওয়ার্কশপে ২৬ লাখ টাকা অনিয়মের প্রমাণ পেল দুদক

মোংলা বন্দরে নিলামে উঠেছে ৭০টি দামি গাড়ি

টিসিবির পণ্য ক্রয়ের সিরিয়াল নিয়ে যুবদল নেতা মানিক হত্যাকাণ্ড

মেসির বিশাল ছবি এঁকে প্রশংসায় ভাসছেন খুলনার নয়ন মন্ডল

সুন্দরবনে ৩ বাঘের দেখা পেলেন পর্যটকেরা, তুললেন ছবিও

এমএম কলেজে বহিরাগতদের সঙ্গে ছাত্রদলের কর্মীদের সংঘর্ষ

চুয়াডাঙ্গায় তাপমাত্রার উন্নতি, ফের কমতে পারে ২৬ জানুয়ারি থেকে

লীগ বলয়ের সন্ত্রাসী রাকিবের বিএনপিতে ভেড়ার চেষ্টা

ছাত্রলীগ নেতার ভেবে জামায়াত নেতার মাছ লুট: বিএনপির দুজন বহিষ্কার

সেকশন