হোম > সারা দেশ > মাগুরা

পশুর সঙ্গে এ কেমন শত্রুতা! 

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুরে চার মাসের দুধের বাছুর মেরে পরিত্যক্ত পুকুরে ফেলে কচুরিপানা দিয়ে ঢেকে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ বুধবার সকালে মহম্মদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। 

ঘটনাটি ঘটেছে উপজেলার বাবুখালী ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামে। গত শনিবার দুপুর থেকে বাছুরটি নিখোঁজ হয়। খোঁজাখুঁজি চার দিন পর পরিত্যক্ত পুকুরে কচুরিপানার নিচে মৃত অবস্থায় বাছুরটি দেখতে পায় ভুক্তভোগী পরিবার। 

স্থানীয় সূত্রে জানা যায়, গরুর মালিক উপজেলার হাটবাড়িয়া গ্রামের নাইমুল হোসেন একজন বর্গাচাষি। বাড়ির ভিটে ছাড়া আর কোনো জমিজমা নেই। একটি ব্যাটারিচালিত অটোচালক তিনি। এর পাশাপাশি তিনি গরু পালন করতেন। 

এ বিষয়ে নাইমুল হোসেন বলেন, ‘গত শনিবার দুপুরে বাছুরটি বাড়ির পাশে মুরাদ হোসেন নামে এক ব্যক্তির পাটখেতে চলে যায়। সেখানে কিছু পাটের পাতা খায়। দুপুরের পর থেকে বাছুরটিকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। এলাকায় মাইকিং পর্যন্ত করেছি। আজ বুধবার সকালে হাটবাড়িয়া ইটভাটার পাশে পরিত্যক্ত পুকুর পাড়ে গেলে দুর্গন্ধ পাওয়া যায়। পুকুরে নেমে দেখি কচুরিপানার নিচে বাছুরটি মৃত অবস্থায় ঢাকা রয়েছে।’ 

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরামুল হোসেন বলেন, ‘এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলার বাদী সন্দেহ করছেন পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।’ 

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ

‘স্যাক্রোলাইটিস’ রোগে আক্রান্ত: মেধাবী ছাত্রী আসফির বাঁচার আকুতি

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই