হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যানের যাবজ্জীবন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ধর্ষণ মামলায় সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদ বর্তমানে জেলা শহরের ধোপাঘাটা গোবিন্দপুর গ্রামে বাস করেন। 

মামলার বিবরণে জানা যায়, ঝিনাইদহ শহরের কোরাপাড়া বটতলা এলাকার ভুক্তভোগী নারীর সঙ্গে তাঁর স্বামীর পারিবারিক মনোমালিন্য বিষয় নিয়ে সমাধানের জন্য (ব্যক্তিগত পরিচয়ের সূত্রে) সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদের কাছে যায়। সে সময় চেয়ারম্যান তাঁকে বিচার করে দেবে বলে আশ্বস্ত করেন। পরে ২০২২ সালের ১৫ এপ্রিল চেয়ারম্যান ফরিদ তাঁর গ্রামের বাড়িতে যেতে বলেন ওই নারীকে (নরহরিদ্রা গ্রামে)। এরপর তাঁর বাড়িতে গেলে তিনি ওই নারীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ করেন। 

এ ঘটনায় ১৯ এপ্রিল ওই নারী ঝিনাইদহ সদর থানায় দুজনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ দুজনকেই অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দেয়। 

বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ওই মামলায় চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন। মামলার অপর আসামির দোষ প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। 

এদিকে মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাড. মো. বজলুর রহমান বলেন, ‘এই মামলায় আমরা চেয়েছিলাম আসামির দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আদালত যে রায় দিয়েছেন তাতে আমরা সন্তুষ্ট।’

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার