বাগেরহাটের মোল্লাহাটে বজ্রপাতে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছেন ছালিমউল্লাহ শেখ (১৮) নামের এক মাদ্রাসাছাত্র। আজ শুক্রবার বেলা ১টার দিকে উপজেলার আটজুড়ি ইউনিয়নের ভান্ডারখোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছালিমউল্লাহ শেখ ভাণ্ডারখোলা গ্রামের ফরিদ শেখের ছেলে।
স্থানীয়রা জানান, মাদ্রাসা বন্ধ থাকায় ছালিমউল্লাহ শেখ বোরো ধান রোপণের জন্য জমি প্রস্তুত করতে সকালে ঘেরে যান। দুপুরের দিকে আকাশে কালো মেঘ জমে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে জমিতে থাকা অন্য কৃষকেরা তাঁর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।