বন্ধুদের সঙ্গে খেলার ছলে নদের পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছিল হোসেন আলী নামের (১৫) এক কিশোর । গতকাল বুধবার রাত ১১টার দিকে কপোতাক্ষ নদে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে বিকেল ৫টার দিকে নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয় সে। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
হোসেন আলী সাতক্ষীরা জেলার তালা উপজেলার কুমিরা এলাকার আলতাফ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, বিকেল ৫টার দিকে কুমিরার কপোতাক্ষ নদের ব্রিজ থেকে তিন বন্ধু পানিতে ঝাঁপ দেয়। ওই সময় দুই বন্ধু পানি থেকে পাড়ে উঠে এলেও নিখোঁজ হয় হোসেন আলী। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে নদে বেশি স্রোতের কারণে তখন লাশ উদ্ধার করতে পারেননি। পরে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, প্রায় পাঁচ ঘণ্টা খোঁজাখুঁজির পর ডুবুরিরা ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।