সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকা থেকে ছয়টি সোনার চকলেটসহ রাশেদুল ইসলাম (২৪) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার সকালে উপজেলার কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাঁকে আটক করা হয়। রাশেদুল কলারোয়ার কেড়াগাছি গ্রামের বাসিন্দা।
৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল শুক্রবার সকালে কাকডাঙ্গার গোয়ালচত্বর বাজার এলাকা দিয়ে ভ্যানে করে যাচ্ছিলেন রাশেদুল। এ সময় সন্দেহ হলে তাঁকে আটক করে দেহ তল্লাশি করেন বিজিবি সদস্যরা। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ছয়টি সোনার চকলেট পাওয়া যায়। জব্দ সোনার ওজন ১ কেজি ১০৮ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকা।
আশরাফুল হক আরও বলেন, জব্দ সোনা ট্রেজারিতে জমা দেওয়াসহ আটক যুবককে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।