Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৭ পদে নিয়োগ

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৭ পদে নিয়োগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসনিক সাতটি পদে নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এর মধ্যে ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশনের (আইআইইআর) পরিচালক পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান নিয়োগ পেয়েছেন। তিনি আগামী তিন বছর এই পদে দায়িত্ব পালন করবেন। পরিবহন প্রশাসক পদে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম এয়াকুব আলী নিয়োগ পেয়েছেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

ছাত্র উপদেষ্টা পদে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম নিয়োগ পেয়েছেন। তিনি আগামী এক বছর ছাত্র উপদেষ্টার দায়িত্ব পালন করবেন। 

এদিকে সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট পদে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম আজাদ এবং খালেদা জিয়া হলের প্রভোস্ট পদে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জালাল উদ্দিন নিয়োগ পেয়েছেন।

শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট পদে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. রাশেদুজ্জামান এবং শেখ হাসিনা হলের প্রভোস্ট পদে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ কে এম শামসুল হক সিদ্দিকী নিয়োগ পেয়েছেন। হল প্রভোস্টদের আগামী এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তাঁরা প্রত্যেকে নিয়ম অনুযায়ী সুবিধাদি পাবেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর গুরুত্বপূর্ণ এই পদগুলোর দায়িত্বে থাকা শিক্ষকেরা পদত্যাগ করায় দুই মাস ধরে পদগুলো শূন্য ছিল।

যশোরে খালুর দুই চোখে উপর্যুপরি আঘাত করে পালিয়েছেন যুবক

ঝিনাইদহে আ. লীগ নেতার বিটুমিন ডিপো বন্ধের দাবিতে সড়ক অবরোধ

রামপালে বিএনপির কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

খুলনায় বৈষম্যবিরোধীদের দুই পক্ষের মারামারি, ভিডিওতে চাঁদার টাকা ভাগাভাগির তথ্য

মসজিদে জুতা হারানো নিয়ে মুসল্লিদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

শার্শায় সরকারি চাল লুট: পদ হারিয়ে সংবাদ সম্মেলনে কাঁদলেন বিএনপি নেতা

২৬ বছরপূর্তির অনুষ্ঠানে বক্তারা: ‘উদীচী হত্যাকাণ্ডের বিচার করতে না পারা রাষ্ট্রের দুর্বলতা’

গভীর রাতে অভিযান, হরিণের মাংসসহ আটক ২

মনিরামপুরে তেলের ডিপোতে অগ্নিকাণ্ড, ব্যবস্থাপক দগ্ধ

৫ দফা দাবিতে খুলনার চার মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মিছিল