কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে যাত্রীবাহী বাসের। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কের ভাড়াশিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান। তিনি জানান, সাতক্ষীরা থেকে কালীগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা স্বাধীন ক্ল্যাসিক নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাঠায়।
ওসি বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, আহতদের মধ্যে অধিকাংশই কালীগঞ্জ উপজেলার বাসিন্দা। তবে তাঁদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হাসানুর জামান জানান, আহতদের মধ্যে গুরুতর ১০ জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও সদর হাসপাতালে ভর্তি পাঠানো হয়েছে।