সাতক্ষীরায় ক্লিনিক–ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ভুয়া ডাক্তারসহ তিনজনকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সদর হাসপাতাল মোড় এলাকায় শেফা ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া চিকিৎসক বিপ্লব কুমার দাসকে ছয় মাস কারাদণ্ড ও প্রতিষ্ঠানটির মালিক আবুবকর সিদ্দিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত লাইসেন্স না থাকায় আস্থা ডায়াগনস্টিক সেন্টারের মালিক বিশ্বজিত পালকে ১০ দিনের কারাদণ্ড এবং প্রতিষ্ঠানটি সিলগালার আদেশ দেন।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি আদেশে অভিযান চালানো হয়েছে।’ এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।