Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

নড়াইল প্রতিনিধি

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

নড়াইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৮টার দিকে সদর উপজেলার নড়াইল-যশোর সড়কের মূলদাইড় ঘোষবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তপু ঘোষ (২৬) সদর উপজেলার মূলদাইড় গ্রামের সঞ্জিত ঘোষের ছেলে। 

আহত ব্যক্তিরা হলেন মূলদাইড় গ্রামের সমীর ঘোষের ছেলে সঞ্জয় ঘোষ, তালতলা গ্রামের তানভির জিহাদ এবং যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের মাহবুব আলমের ছেলে আয়াদ হোসেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে মোটরসাইকেলে মূলদাইড় থেকে প্রতিবেশী সঞ্জয় ঘোষের সঙ্গে নড়াইলে আসছিলেন তপু। এ সময় তাঁরা নড়াইল-যশোর সড়কের মূলদাইড় ঘোষবাড়ী নামক স্থানে পৌঁছালে লোহাগড়া থেকে নড়াইলের দিকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই মারা যান তপু ঘোষ। গুরুতর আহত হন তপুর প্রতিবেশী সঞ্জয় ঘোষ ও অন্য মোটরসাইকেলে থাকা দুজন। পরে স্থানীয়রা তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন মারা গেছেন। আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

২৬ বছরেও বিচার মেলেনি

ইবিতে বঙ্গবন্ধুর নাম পাল্টে স্বাধীনতাবিরোধী শাহ আজিজুর রহমানের নামে হল, তীব্র সমালোচনা

কুয়েটের দুই প্রকৌশলীকে হুমকি: বিএনপি নেতা সোহাগকে সাময়িক অব্যাহতি, তদন্ত কমিটি

ঝিনাইদহে ইফতারে বেঁচে যাওয়া কমলা খাওয়ায় মাদ্রাসাছাত্রকে হাত-পা বেঁধে পেটালেন শিক্ষক

গোয়ালের তালা ভেঙে বিধবা নারীর ৬ গরু চুরি

এক দিনে শেষ হবে লালন স্মরণোৎসব, থাকছে না মেলা

ইবিতে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন

কুষ্টিয়া সীমান্তে অনুপ্রবেশে আটক ২ ভারতীয়কে ফেরত দিল বিজিবি

ইবিতে নিয়োগ নিয়ে হট্টগোলের পর পদত্যাগ করলেন পরিবহন প্রশাসক

প্রথম নারী এসপি পেল যশোর