বাগেরহাটের মোল্লাহাটে অ্যাম্বুলেন্সের ধাক্কায় আরফোজ শেখ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মোল্লাহাট থানার সামনে খুলনা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরফোজ শেখ উপজেলার কুলিয়া গ্রামের মৃত আকমান শেখের ছেলে।
মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শেখ আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, আরফোজ শেখ মোল্লাহাট থানার সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে খুলনা গামী একটি অ্যাম্বুলেন্স তাঁকে ধাক্কায় দিলে মহাসড়কে পড়ে গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে (খুমেক) পাঠালে পথে মারা যান তিনি। এ ঘটনায় অ্যাম্বুলেন্সটিকে জব্দ করা হয়েছে, কিন্তু চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।