Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

গাংনীতে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

গাংনীতে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা

মেহেরপুরের গাংনীতে জমি নিয়ে বিরোধের জেরে আলেহিম হোসেন (৪৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার মটমুড়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মুকুলের ডিপের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত আলেহিম হোসেন উপজেলার মোহাম্মদপুর গ্রামের আব্দুল গনির ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

আলেহিমের বড় বোন মোমেনা খাতুন বলেন, জমি নিয়ে প্রতিবেশী কাদের আলী ও সাদু মণ্ডলের ছেলেদের সঙ্গে বিরোধ চলছিল। সকালে চাচা আবুল হোসেনের ছেলে খলিলুর রহমান মাঠে যান। সেখানে চাচা খলিলুর রহমানের সঙ্গে আলেহিম দেখা করতে যান। 

এ সময় কাদের আলীর ছেলে সাইফুল ইসলাম, আব্দুল হান্নান, বান্টু ও সাদুর ছেলে সেন্টুসহ কয়েকজন জমি দখল করতে যান। তাঁদের বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে আলেহিম ও খলিলুর রহমানকে কুপিয়ে তাঁরা চলে যান। তাতে আলেহিম ঘটনাস্থলেই মারা যান। আর আহত খলিলুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে অভিযুক্তদের বক্তব্য জানতে তাঁদের বাড়ি গিয়েও পাওয়া যায়নি। এ বিষয়ে তাঁদের পরিবারের সদস্যরা কথা বলতে রাজি হননি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওষুধ নেই, সংকট লোকবলেরও

তক্তা দিয়ে চিত্রা নদী পারাপার

ইউএনও দপ্তরের নাজিরকে মারপিট, থানা যুবদলের আহ্বায়ক বহিষ্কার

যশোরে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৩

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতাকে স্থায়ী বহিষ্কার

মাগুরায় শিশুকে ধর্ষণের অভিযোগ: বিক্ষুব্ধ জনতার থানা ঘেরাও, সেনাবাহিনীর উপস্থিতিতে ছত্রভঙ্গ

রমজানের প্রথম জুমায় ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ঢল

খুলনায় চালকের গলা কেটে ইজিবাইক ছিনতাই

বোনের বাড়ি বেড়াতে গিয়ে ‘ধর্ষণের’ শিকার শিশু, শ্বশুর ও স্বামী পুলিশ হেফাজতে

সাবেক স্ত্রীর সঙ্গে ‘পরকীয়া’, খালুর ২ চোখ তুলে নেওয়ার চেষ্টা ক্ষুব্ধ যুবকের