কুষ্টিয়ার খোকসায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে দিনমজুর আক্কাস আলীর বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আজ মঙ্গলবার দুপুর ২টায় এ ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা মোশাররফ হোসেন।
জানা গেছে, আজ দুপুর ২টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের থানাপাড়া মালিগ্রামের আক্কাস আলীর বাড়িতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার স্টেশনের অগ্নিনির্বাপক গাড়ি এসে ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে খোকসা থানার এসআই মোজাম্মেল হোসেন বলেন, দিনমজুর আক্কাস আলীর বসতবাড়ির তিনটি ঘর ও সকল মালামাল পুড়ে গেছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।