Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

পুকুর থেকে শ্রমিকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি

পুকুর থেকে শ্রমিকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার
ঘটনাস্থলে এলাকাবাসীর ভিড়। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার মিরপুরে এক নির্মাণশ্রমিকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

নিহত ব্যক্তির নাম মঈন উদ্দীন (৩০)। তিনি উপজেলার ধলশা গ্রামের মৃত মাজেদ প্রামাণিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে পানি শুকিয়ে যাওয়া একটি পুকুরের ভেতরে মরদেহটি পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে দেখেন মাথায় এলোপাতাড়ি আঘাতে ক্ষতবিক্ষত। দ্রুত তারা মিরপুর থানার পুলিশকে বিষয়টি জানায়। খবর ছড়িয়ে পড়লে মানুষ সেখানে ভিড় করে।

পরিবার সূত্র জানিয়েছে, মঈন উদ্দীন সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। সকালে জানতে পারে তাঁর মরদেহ পড়ে আছে মাঠে। কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে ধারণা করতে পারছে না।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশের গোয়েন্দা শাখাও কাজ করছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। হত্যা মামলা প্রক্রিয়াধীন।

কুষ্টিয়ায় গরুবোঝাই ট্রলির চাপায় শিশুর মৃত্যু

পাওনা টাকা চাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ৫০

গাংনীতে বোমাসদৃশ ৩টি বস্তু উদ্ধার

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

খুলনায় কসাইয়ের চাপাতির আঘাতে আরেক কসাই নিহত

দেড় বছরে ১৫ জাহাজ ডুবি

সীমান্তের গোয়ালঘরে মিলল ৩ কোটি টাকার সোনা

ঝিনাইদহে মারামারি থামাতে যাওয়া যুবককে কুপিয়ে হত্যা

মনিরামপুরে বিকাশ ব্যবসায়ীকে গলা কেটে টাকা ছিনতাইয়ের চেষ্টা

গাংনীর হৃদয় হত্যার মামলায় ২ আসামি গ্রেপ্তার