হোম > সারা দেশ > খুলনা

কেশবপুরে ২ প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের লুটপাট-অগ্নিসংযোগ, এলাকায় আতঙ্ক

কেশবপুর (যশোর) প্রতিনিধি

কেশবপুরের কলাগাছি-চুকনগর সড়কের আড়খালী এলাকায় বিলের ভেতর পানির ওপর তৈরি করা নিরিবিলি ভাসমান কফি হাউসে আগুন ধরিয়ে দিয়ে দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

যশোরের কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম মুনজুর রহমানের মৎস্য ফিডের গুদামঘর ভাঙচুর-লুটপাট এবং অপর এক ব্যক্তির কফি হাউসে আগুন লাগিয়ে ব্যাপক ক্ষতি করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে সুফলাকাটি ইউনিয়নের কলাগাছি বাজারে এ ঘটনাটি ঘটে। এসময় কলাগাছি বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবার এলাকার ছোট বিলের ৮৫ বিঘার একটি ঘেরের মাছ ধরাকে কেন্দ্র করে সুফলাকাটি ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমান ও ইউনিয়ন বিএনপি নেতা সিদ্দিক বিশ্বাসের লোকজনের সংঘর্ষ হয়। এতে সুফলাকাটি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। উভয়পক্ষই ওই ঘেরটি জমির মালিকেরা তাদের মাছ চাষ করার জন্য লিজ দিয়েছে বলে দাবি করে আসছে। এদিকে বিএনপির নেতা বিল্লাল হোসেন আহত হওয়ার ঘটনায় শনিবার সন্ধ্যায় কলাগাছি বাজারে সুফলাকাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে ওই দুটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে দুর্বত্তরা।

সুফলাকাটি ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমান বলেন, ‘দুর্বৃত্তরা কলাগাছি বাজারে আমার মায়িশা মৎস্য চাষ প্রকল্প নামে একটি ফিডের গুদামের শাটার ভেঙে ১৫০ বস্তা মাছের খাবার লুট করাসহ প্রতিষ্ঠান ভাঙচুর করে। এতে আনুমানিক দুই লাখ ৫০ টাকার ক্ষতি হয়েছে। এলাকার ছোট বিলে ৮৫ বিঘা একটি মাছের ঘেরকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।’

এদিকে এ ভাঙচুরের ঘটনার পর কলাগাছি-চুকনগর সড়কের আড়খালী এলাকায় বিলের ভেতর পানির ওপর তৈরি করা নিরিবিলি ভাসমান কফি হাউসে আগুন ধরিয়ে দেওয়া হয়।

কেশবপুরের কলাগাছি বাজারে সুফলাকাটি ইউপি চেয়ারম্যান মুনজুর রহমানের মৎস্য ফিডের গুদামঘর ভাঙচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

প্রতিষ্ঠানটির পরিচালক রাজিকুল ইসলাম রাজু বলেন, ‘সন্ধ্যায় কলাগাছি বাজারে বিএনপির উদ্যোগে একটি মিছিল হয়। এরপরে একদল লোক কফি হাউসে প্রবেশ করে নগদ ১৫ হাজার টাকা, ১০ হাজার টাকার সিগারেট, ১৭ হাজার টাকার আইসক্রিম নিয়ে কফি হাউসে আগুন লাগিয়ে দেয়। আগুনে দুটি ফ্রিজ, একটি কফি বানানোর মেশিন, তিনটি ব্লেন্ডার মেশিন, পাঁচ কেজি হাঁসের মাংসসহ যাবতীয় মালামাল পুড়ে নষ্ট হয়ে গেছে। এতে আমার আনুমানিক ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

এদিকে ক্ষতিগ্রস্তরা ওই ঘটনায় থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন।

সুফলাকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি জি এম মহি উদ্দীন বলেন, ‘গত বৃহস্পতিবার মাছের ঘেরকে কেন্দ্র করে বিএনপি নেতা বিল্লাল হোসেনকে মারপিটে আহত করার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় কলাগাছি বাজারে শান্তিপূর্ণভাবে একটি বিক্ষোভ মিছিল করা হয়। এরপরে পরিকল্পিতভাবে কেউ বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কোথাও কোথাও কোনো ঘটনা ঘটাতে পারে। তবে এগুলো আমাদের জানার বাইরে। এ ঘটনার সঙ্গে বিএনপির কোনো নেতা-কর্মী জড়িত নেই।’

কেশবপুর ফায়ার সার্ভিসের টিম লিডার ইউসুফ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি টিম উপস্থিত হয়। সেখানে যাওয়ার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এ ঘটনায় বেশ ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান শরীফুল ইসলাম বলেন, দোকানে লুটপাট এবং আগুন লাগানোর খবর পেয়ে কেশবপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কলাগাছি বাজারের ওই সমস্ত ঘটনায় অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

৫ আগস্ট নিহত আ.লীগ নেতা হিরণসহ ২ জনের লাশ কবর থেকে উত্তোলন

কুয়েটে ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, কমেছে ভর্তি ফি

আমরা কখনো চাঁদাবাজি করিনি, ভবিষ্যতেও করব না: ডা. শফিকুর রহমান

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে পাঁচ তরুণের ১৬৫ কিলোমিটার হাঁটা অভিযান

মোংলায় নিয়ন্ত্রণ হারানো ভটভটি উল্টে চালকসহ নিহত ২

যুবদল নেতা-কর্মীদের বিরুদ্ধে যশোরে ৩টি ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার অভিযোগ

সেকশন