সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার ডোবায় ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে জুজখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম জুবায়ের হোসেন। সে ওই গ্রামের হুমায়ূন মোড়লের ছেলে।
প্রতিবেশী নাঈম হোসেন জানান, আজ মঙ্গলবার দুপুরে সবার অজান্তে বাড়ির আঙিনায় খেলা করছিল জুবায়ের। এ সময় অসাবধানতাবশত ডোবায় পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে মৃত অবস্থায় ডোবার মধ্যে থেকে তার দাদি তাকে উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য রাফিজা বেগম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।