হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

সাঈদীর গায়েবানা জানাজা আয়োজনে জড়িত সন্দেহে যুবক আটক

চুয়াডাঙ্গার জীবননগরে দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা আয়োজনে জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ বুধবার জীবননগর মসজিদের সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করায় তাঁকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আটক যুবকের নাম—আরিফ জোয়ার্দ্দার (৩১)। তিনি জীবননগর পৌরসভার তেঁতুলিয়া গ্রামের সোহরাব জোয়ার্দ্দার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু সাজাপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে আজ (বুধবার) জীবননগরে গায়েবানা জানাজা আয়োজন করা হবে, এমন গোয়েন্দা তথ্য ছিল পুলিশের কাছে। এর পরিপ্রেক্ষিতে জীবননগর থানা এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে ছিল। যোহরের নামাজের পর আরিফ জোয়ার্দ্দারকে মসজিদের সামনে ঘোরাঘুরি করতে দেখে পুলিশের সন্দেহ হয়। এ জন্য তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।’

আরিফ জোয়ার্দ্দারকে গ্রেপ্তার দেখানো হবে কি না, জানতে চাইলে ওসি বলেন, ‘তাঁকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে এখন বলতে পারব না।’

জীবননগরে পুলিশ সতর্ক অবস্থানে থাকায় কেউ গায়েবানা জানাজার আয়োজন করতে পারেনি বলে জানান ওসি এস এম জাবীদ হাসান।

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার