চুয়াডাঙ্গায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেজে অভিযান চালিয়ে জরিমানা আদায়ের সময় এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে দিয়েছেন স্থানীয় জনগণ। আজ শনিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম রিন্টু মল্লিক (৪২)। তিনি চুয়াডাঙ্গা শহরের কোর্টপাড়ার নুরুল হোসেনের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থলে পৌঁছে রিন্টু মল্লিককে আটক করে থানায় নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।