Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

ইউএনও সেজে অভিযান, গণধোলাই শেষে পুলিশে দিল জনতা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ইউএনও সেজে অভিযান, গণধোলাই শেষে পুলিশে দিল জনতা

চুয়াডাঙ্গায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেজে অভিযান চালিয়ে জরিমানা আদায়ের সময় এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে দিয়েছেন স্থানীয় জনগণ। আজ শনিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকা থেকে তাঁকে আটক করা হয়। 

আটক ব্যক্তির নাম রিন্টু মল্লিক (৪২)। তিনি চুয়াডাঙ্গা শহরের কোর্টপাড়ার নুরুল হোসেনের ছেলে। 

ঘটনাস্থলে পৌঁছে রিন্টু মল্লিককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশস্থানীয়রা জানান, আজ সকাল থেকে নিজেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিচয় দিয়ে ডিঙ্গেদহ বাজার এলাকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে জরিমানা আদায় করতে থাকেন রিন্টু মল্লিক। এ সময় একটি খাবারের দোকানে ২০০ টাকা জরিমানা করেন তিনি। পরে আরেকটি দোকানে গিয়ে মিষ্টি জব্দ করে তা বিনষ্ট করেন। এমন সময় বিষয়টি সন্দেহ হলে তাঁকে জেরা করেন স্থানীয়রা। এ সময় তাঁকে মারধরও করা হয়। পরে তাঁকে আটকে রেখে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে থানা হেফাজতে নেয়। 

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থলে পৌঁছে রিন্টু মল্লিককে আটক করে থানায় নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

ঝিনাইদহে আ. লীগ নেতার বিটুমিন ডিপো বন্ধের দাবিতে সড়ক অবরোধ

রামপালে বিএনপির কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

খুলনায় বৈষম্যবিরোধীদের দুই পক্ষের মারামারি, ভিডিওতে চাঁদার টাকা ভাগাভাগির তথ্য

মসজিদে জুতা হারানো নিয়ে মুসল্লিদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

শার্শায় সরকারি চাল লুট: পদ হারিয়ে সংবাদ সম্মেলনে কাঁদলেন বিএনপি নেতা

২৬ বছরপূর্তির অনুষ্ঠানে বক্তারা: ‘উদীচী হত্যাকাণ্ডের বিচার করতে না পারা রাষ্ট্রের দুর্বলতা’

গভীর রাতে অভিযান, হরিণের মাংসসহ আটক ২

মনিরামপুরে তেলের ডিপোতে অগ্নিকাণ্ড, ব্যবস্থাপক দগ্ধ

৫ দফা দাবিতে খুলনার চার মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মিছিল

আবরার ফাহাদ আগ্রাসনবিরোধী লড়াইয়ের জার্নি, যার অর্জন জুলাই অভ্যুত্থান: আসিফ মাহমুদ