Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

ঝিনাইদহে ২ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ 

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ২ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ 

ঝিনাইদহের মহেশপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গুড়দাহ এলাকায় এই ঘটনা ঘটে। 

দুর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন মহেশপুর দত্তনগর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক আশিষ দাস। তিনি বলেন, ‘মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

নিহতরা হলেন মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামের কিয়াম উদ্দিনের ছেলে লিয়াকত আলী (২৪) ও শ্যামকুড় গ্রামের হাফিজুর রহমানের ছেলে রিয়াদ হোসেন (২৬)। এই ঘটনায় আহত তিনজনকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

স্থানীয় লোকজন জানান, আজ দুপুরে রিয়াদ হোসেনসহ তিনজন মোটরসাইকেলে গুড়দাহ বাজার থেকে স্থানীয় জিন্নানগরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাজার পার হয়েই তাঁরা একটি মাইক্রোবাসকে অভারটেক করতে যান। এ সময় সামনের দিক থেকে আসা অপার মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলের চালক রিয়াদ হোসেন এবং অপর মোটরসাইকেলের চালক লিয়াকত আলী। আহতদের উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন বলে জানান স্থানীয় লোকজন।

কুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

বাগেরহাটে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

খুলনায় মাদক মামলায় একজনের কারাদণ্ড

ক্যাম্পাসে ফিরলেন কুয়েট উপাচার্য, বাসভবনে আবারও তালা দেওয়ার চেষ্টা

জিয়ারত করতে গিয়ে দেখা যায় কবরে লাশ নেই, পাশের কবরও খোঁড়া

ইবির শিক্ষার্থীবাহী বাস উল্টে ধানখেতে, আহত ২৫

ঝিনাইদহে ৩ জনকে গুলি করে হত্যার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

নানা সংকটে জর্জরিত মুরগি উন্নয়ন খামার

ফুটবলার থেকে চরমপন্থী নেতা