হোম > সারা দেশ > নড়াইল

নড়াইলে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা, অপারেশন থিয়েটার সিলগালা 

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একটি ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালাসহ ছয়টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৯৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান সিভিল সার্জন সাজেদা বেগম পলিন। এ সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রশিদ।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় দীপন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অপারেশন থিয়েটারে নোংরা পরিবেশ, মেয়াদোত্তীর্ণ ওষুধ, ইনজেকশন, চিকিৎসকের অনুপস্থিতি, মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে ক্লিনিক পরিচালনাসহ একাধিক অভিযোগে ছয়টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৯৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে সম্রাট সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা, আসমা ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা, জনসভা প্যাথলজি সেন্টারকে ৫ হাজার টাকা, বিশ্বাস ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা। এ ছাড়া কালিয়া সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা ও ওমর ফারুক ক্লিনিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া সম্রাট সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটার সিলগালাসহ মা মেডিসিন কর্নারের ফার্মেসির লাইসেন্স না থাকায় তা বন্ধ করে দেন জেলা সিভিল সার্জন।

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ

‘স্যাক্রোলাইটিস’ রোগে আক্রান্ত: মেধাবী ছাত্রী আসফির বাঁচার আকুতি

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার